সুন্দরবনে শুরু দুই মাসব্যাপী গোলপাতা আহরণ

সুন্দরবনে আজ সোমবার থেকে শুরু হয়েছে দুই মাসব্যাপী গোলপাতা আহরণ মৌসুম। গোলপাতা আহরণ মৌসুম চলবে আগামী ৩১ মার্চ পর্যন্ত। চলতি আহরণ মৌসুমে বাগেরহাটের পূর্ব সুন্দরবন বিভাগের চাঁদপাই রেঞ্জের দুটি গোলপাতা কুপ থেকে ৭ হাজার মেট্রিক টন গোলপাতা আহরণের লক্ষ্যমাত্রা নির্ধারন করেছে বন বিভাগ।

আজ ভোর থেকে বন বিভাগের অনুমতিপত্র (পাশ-পারমিট) নিয়ে বাওয়ালীরা নৌকায় করে গোলপাতা আহরণ করতে সুন্দরবনে যেতে শুরু করেছেন। এ বছর প্রতি কুইন্টাল গোলপাতা আহরণে ভ্যাট ছাড়াও রাজস্ব নেয়া হচ্ছে ৬০ টাকা।

সুন্দরবনে বাওয়ালীদের গোলপাতা আহরণ নির্বিঘ্ন করতে বিভাগ থেকে কঠোর নিরাপত্তা ব্যবস্থা নিয়েছে। এখন দেশের উপকূলীয় জনপদে ঘরের ছাউনি হিসেবে গোলপাতার ব্যবহার কমে আসায় সুন্দরবন থেকে প্রতি বছরই গোলপাতা আহরণের পরিমাণ কমছে বলে জানিয়েছেন বন বিভাগ।

news24bd.tv/SHS