মধ্যপ্রাচ্যে ১০ দেশ আঞ্চলিক যুদ্ধের মুখোমুখি 

মধ্যপ্রাচ্য পরিস্থিতি বর্তমানে ভালো নয়। অন্তত দশটি দেশ আঞ্চলিক পর্যায়ে যুদ্ধে জড়িয়ে পড়েছে। দেশগুলো হলো জর্ডান, ইরান, ইসরায়েল, সিরিয়া, পাকিস্তান, যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, ইরাক, লেবানন ও ইয়েমেনে ইরান-সমর্থিত গোষ্ঠী এবং হামাস, হিজবুল্লাহ, হুতি ও আইএসআইএসের মতো সন্ত্রাসী গোষ্ঠী। সূত্র , সিএনএন।   ফলে যুক্তরাষ্ট্রের এক্ষেত্রে ভুমিকা কি হবে সেটা দেখার বিষয়।  কারণ গত রোববার জর্ডানে ড্রোন হামলায় ৩ মার্কিন সেনা নিহত ও ৩০-এর বেশি আহত হয়েছেন। ৭ অক্টোবর ইসরায়েলে হামাসের হামলার পর এটাই মার্কিনদের নিশানা করে পরিচালিত কোনো প্রাণঘাতী হামলা।

আরও পড়ুন:যুক্তরাষ্ট্রের পরামর্শ শুনতেও নারাজ ইসরায়েল অ্যারিজোনা স্টেট ইউনিভার্সিটির অধ্যাপক ও নিরাপত্তা বিশ্লেষক পিটার বার্গেন  মনে করেন,  গত চার মাসে লোহিত সাগরে বাণিজ্যিক জাহাজ ও মার্কিন রণতরিতে হুতিদের নিয়মিত ড্রোন ও মিসাইল হামলা এবং হুতিদের নিশানা করে যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্যের পাল্টা হামলা। লেবাননে হিজবুল্লাহকে নিশানা করে ইসরায়েলিদের প্রাত্যহিক হামলা এবং হিজবুল্লাহর পাল্টা হামলা। ইরাক ও সিরিয়ায় মার্কিন সেনাদের লক্ষ্য করে দেড় শতাধিক ড্রোন ও মিসাইল হামলা। জবাবে ইরাক ও সিরিয়ায় ইরানের সমর্থনপুষ্ট মিলিশিয়ার ওপর মার্কিন হামলা। ইরানের সঙ্গে সম্পর্ক আছে, সিরিয়ার এমন সব লক্ষ্যবস্তুতে ইসরায়েলের উপর্যুপরি হামলা। ইরানে আইএসআইএসের ভয়ংকর হামলা। পাকিস্তান ও ইরানের মধ্যে পাল্টাপাল্টি হামলা। ইরানের মদদপুষ্ট ইরাক সরকার তাদের মাটি থেকে মার্কিন সেনা প্রত্যাহারে চাপ দিচ্ছে। গাজায় পুরোদমে যুদ্ধ চলছে এবং এ যুদ্ধ বন্ধের কোনো লক্ষণ নেই। এখানেও ইসরায়েলের সঙ্গে দৃশ্যত যুক্তরাষ্ট্রের সম্পর্কের অবনতি হয়েছে।   এদিকে বাইডেন প্রশাসন দুই রাষ্ট্রভিত্তিক সমাধানে সর্বশক্তি নিয়োগ করলেও ইসরায়েল তা মানছে না।   এমন পরিস্থিতিতে বাইডেন প্রশাসন পরিস্থিতি কিভাবে সামাল দিবে এটা এখন দেখার বিষয়।  

news24bd.tv/ডিডি