রাজধানীতে তিনদিনব্যাপী পর্যটন মেলা শুরু

শুরু হয়েছে তিনদিনব্যাপী দেশের অন্যতম বৃহত্তম পর্যটন মেলা বিমান বাংলাদেশ ট্রাভেল অ্যান্ড ট্যুরিজম ফেয়ার (বিটিটিএফ)।

বৃহস্পতিবার (১ ফেব্রুয়ারি) রাজধানীর আগারগাঁওয়ে বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে মেলার আনুষ্ঠানিক উদ্বোধন করেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী মো. ফারুক খান।

তিনি বলেন, বাংলাদেশে ভ্রমণের ক্ষেত্রে অন অ্যারাইভাল ভিসা চালু করতে কাজ করছে সরকার। এ সময় দেশের পর্যটন খাতকে প্রসারিত করতে সেবার মান বৃদ্ধির তাগিদ দেন তিনি।

আরও পড়ুন: রাজনৈতিক অস্থিরতা চোখে না পড়লেও ভেতরে রয়েছে: জি এম কাদের

অনুষ্ঠানে এফবিসিসিআইয়ের সভাপতি মাহবুবুল আলম বলেন, বাংলাদেশের যোগাযোগব্যবস্থা উন্নত হচ্ছে, এখন শুধু সঠিক পরিকল্পনার মাধ্যমে এগিয়ে যেতে হবে।

উদ্বোধনী অনুষ্ঠানে বিভিন্ন দেশের রাষ্ট্রদূতরা উপস্থিত ছিলেন।