ইজতেমায় দায়িত্ব পালন করতে যাওয়ার পথে বাসের ধাক্কায় এএসআই নিহত

গাজীপুরের টঙ্গীর তুরাগ তীরে বিশ্ব ইজতেমায় দায়িত্ব পালন করতে যাওয়ার পথে বাসের ধাক্কায় পুলিশের এক এএসআই নিহত হয়েছেন। তার নাম হাসান। এ সময় তার সঙ্গে মোটরসাইকেলে থাকা এসআই আমির হামজা গুরুতর আহত হয়েছেন।

আজ শুক্রবার (২ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ৬টার দিকে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের ঢাকাগামী লেনে টঙ্গী-পূর্ব থানার মিলগেট এলাকায় এ দুর্ঘটনা ঘটে। দুর্ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন টঙ্গী পূর্ব থানার ওসি মোস্তাফিজুর রহমান।

নিহত এএসআই হাসান মানিকগঞ্জ জেলার কোর্টে কর্মরত ছিলেন। আহত এসআই আমির হামজা মানিকগঞ্জ জেলার পুলিশ কন্টোল রুমে কর্মরত ছিলেন।

news24bd.tv/SHS