চালকের আসনে চড়ে দ্বিতীয় দিন শেষ করলো ভারত

বিশাখাপত্তনম টেস্টের দ্বিতীয় দিন শেষে চালকের আসনে ভারত। আজ শনিবার (৩ ফেব্রুয়ারি) ইংল্যান্ডের বিপক্ষে ১৭১ রানের লিড নিয়ে দিনের খেলা শেষ করেছে স্বাগতিকরা। এর আগে, প্রথম ইনিংসে ইংল্যান্ডকে ২৫৩ রানের অলআউট করে দ্বিতীয় ইনিংসে ব্যাটিংয়ে নামে ভারত।

প্রথম টেস্টে অবিস্মরণীয় জয়ের পর দ্বিতীয় টেস্টের প্রথম ইনিংসে একদিনও ব্যাটিং করতে পারেনি ইংল্যান্ড। ভারতের ৩৯৬ রানের জবাবে ২৫৩ রানেই গুটিয়ে যায় সফরকারীদের রানের চাকা।

টেস্টের দ্বিতীয় দিনে আজ ক্যারিয়ারের প্রথম ডাবল সেঞ্চুরির দেখা পান যশস্বী জয়সোয়াল। এর আগে ১৭৯ রানে অপরাজিত থেকে প্রথম দিনের খেলা শেষ করেন এই ওপেনার। ৬ উইকেটে ৩৩৬ রান নিয়ে দ্বিতীয় দিনের খেলা শুরু করা ভারত বাকি ৪ উইকেটের বিনিময়ে স্কোরবোর্ডে আর ৬০ রান যোগ করে।

পরে ব্যাটিংয়ে নেমে জ্যাক ক্রলির ৭৬ আর বেন স্টোকসের ৪৭ রানের সুবাদে ২৫৩ রান করে ইংল্যান্ড। ইংলিশদের অল্পতে বেঁধে ফেলায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন পেসার জসপ্রীত বুমরাহ। তিনি একাই নেন ৬ উইকেট। ৩ উইকেট পেয়েছেন কুলদীপ যাদব।

দ্বিতীয় ইনিংসে ব্যাটিংয়ে নেমে ৫ ওভার শেষে বিনা উইকেটে ২৮ রান নিয়ে দিনের খেলা শেষ করেছে ভারত। জয়সোয়াল ১৫ এবং রোহিত শর্মা ১৩ রান করে অপরাজিত আছেন।

news24bd.tv/SHS