সংসদে স্থায়ী কমিটি গঠনের রেকর্ড

দ্বাদশ জাতীয় সংসদ অধিবেশনের দ্বিতীয় কার্যদিবসেই জাতীয় সংসদের ৫০টি কমিটি গঠনের নজির সৃষ্টি হয়েছে। টানা দ্বিতীয় বারের মত সরকারি হিসাব সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি হয়েছেন বিরোধী দলের সংসদ সদস্য। পাশাপাশি, প্রথম বার এমপি হয়েই বিভিন্ন কমিটির সভাপতি হলেন তিন আমলা।

তারকা চিহ্নিত প্রশ্ন এবং ৭১ বিধির জরুরী জন গুরুত্বপূর্ণ বিষয়ে মনোযোগ আকর্ষণের নোটিশের ওপর নিষ্পত্তিসহ সরকারি এবং বিরোধী দলের সদস্যরা অংশ নিয়েছেন রাষ্ট্রপতির ভাষণে আনীত ধন্যবাদ প্রস্তাবে।

স্পিকার ড. শিরিন শারমিন চৌধুরীর সভাপতিত্বে রোববার (৪ ফেব্রুয়ারি)বিকেলে বসে দ্বাদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশনের দ্বিতীয় দিনের বৈঠক।

আরও পড়ুন: গঠিত হলো জাতীয় সংসদের স্থায়ী কমিটি

দ্বাদশ সংসদে স্বল্পতম সময়ে সংসদীয় কমিটিগুলো গঠন করায় সংসদীয় গণতন্ত্রে নতুন নজির সৃষ্টি হয়েছে বলে মন্তব্য করেন স্পিকার শিরীন শারমিন চৌধুরী।

এদিন প্রধানমন্ত্রীর গঠন করে দেয়া পঞ্চাশটি কমিটি থেকে বারোটি কমিটির সদস্যদের নাম সংসদে উপস্থাপন করেন চিফ হুইপ নূর-ই আলম চৌধুরী।

নির্ধারিত আলোচনায় অংশ নিয়ে বিরোধী দলের চিফ হুইপ মুজিবুল হক চুন্নু বলেন, পাঠ্যবই থেকে বিতর্কিত ট্রান্সজেন্ডার ইস্যুটি তুলে দিতে হবে।

পরে রাষ্ট্রপতির ভাষণের উপর আনিত ধন্যবাদ প্রস্তাবে অংশ নেন সংসদের সরকারি এবং বিরোধী দলের সদস্যরা।

news24bd.tv/ab