প্রস্তুত মসজিদে নববী, প্রতিদিন বিতরণ করা হবে ইফতার 

ইসলামের দ্বিতীয় পবিত্র নগরি মদিনা। এ নগরিতেই মসজিদে নববী অবস্থিত। মসজিদে নববীর কর্তৃপক্ষ ইতোমধ্যে পবিত্র রমজানের প্রস্তুতি নিতে শুরু করেছে। রমজানে আগত মুসল্লিদের স্বাগত জানাতে সব ধরনের আয়োজন সম্পন্ন করেছে।  

চাঁদ দেখা সাপেক্ষে আগামী ১১ মার্চ মধ্যপ্রাচ্যের দেশ সৌদি আরবে পবিত্র রমজান শুরু হবে। রমজানে মসজিদে নববী থেকে প্রতিদিন ৮৫ লাখ ইফতার বিতরণের আয়োজন সম্পন্ন করেছে কর্তৃপক্ষ। এছাড়া পবিত্র এই মাসে মসজিদে নববী থেকে ২৫ লাখ জমজমের পানি বিতরণ করা হবে। এজন্য ১৮ হাজার কন্টেইনার প্রস্তুত রাখা হয়েছে।  

পবিত্র রমজানে করণীয় সম্পর্কে একটি কর্মশালার আয়োজন করে মসজিদ কর্তৃপক্ষ। সেখানে এ বিষয়ে সিদ্ধান্ত গ্রহণ করা হয়। পবিত্র রমজানে মক্কা নগরীতে ওমরা করার জন্য মুসল্লিরা ভিড় করেন। এজন্য রমজানকে ওমরার মৌসুম বলা হয়। ওমরা পালন শেষ মুসল্লিরা মসজিদে নববী পরিদর্শনে মদিনা ভ্রমণ করে থাকেন। গত বছর ২৮ কোটি মুসল্লি পবিত্র নগরী মদিনা ভ্রমণ করেন। সৌদি কর্তৃপক্ষ এ তথ্য জানিয়েছে।

news24bd.tv/aa