ভূমিকম্পে কাঁপল পাকিস্তান

পাকিস্তানের রাজধানী ইসলামাবাদ ও এর আশেপাশের এলাকায় ৪ দশমিক ৯ মাত্রার ভূমিকম্প আঘাত হেনেছে। ভূ-পৃষ্ঠ থেকে ১৪২ কিলোমিটার গভীরে ভূমিকম্পটি আঘাত হানে। এর উৎপত্তিস্থল ছিল হিন্দুকুশ অঞ্চল।

ন্যাশনাল সিসমিক মনিটরিং সেন্টারের তথ্যানুসারে, শনিবার রাত ১০টা ৪৪ মিনিটে কম্পনটি অনুভূত হয়। তবে এতে তাৎক্ষণিকভাবে কোনো হতাহত বা ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি।

আরও পড়ুন: প্রধানমন্ত্রীর বিষয়ে সিদ্ধান্ত নেবেন ইমরান

প্রতিবেদনে আরো বলা হয়েছে, পেশোয়ার, সোয়াত, চিত্রাল, লোয়ার ডিসহ আশেপাশের এলাকাতেও ভূ-কম্পনটি অনুভূত হয়েছে।

এর আগে, গতমাসে পাকিস্তানের বিভিন্ন অঞ্চলে ৬ মাত্রার ভূমিকম্প আঘাত হানে। ভূমিকম্পটির উৎপত্তিস্থল উত্তর-পূর্ব আফগানিস্তানে হলেও এর প্রভাবে ইসলামাবাদের ভবনগুলোও কেঁপে উঠে।

news24bd.tv/DHL