তামাকমুক্ত দেশ গঠনে তরুণ প্রজন্মকে এগিয়ে আসার আহ্বান ত্রাণ প্রতিমন্ত্রীর

প্রধানমন্ত্রী শেখ হাসিনার ঘোষণা অনুযায়ী তামাকমুক্ত বাংলাদেশ বাস্তবায়নে তরুণ প্রজন্মকে এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী মো. মহিববুর রহমান। তিনি বলেন, সমৃদ্ধ ও স্মার্ট বাংলাদেশ গড়ার প্রত্যয়ে তরুণ প্রজন্মকে ধূমপান থেকে দূরে থাকতে হবে।

বুধবার (১৪ ফেব্রুয়ারি) রাজধানীর সিরডাপ মিলনায়তনে ‘ইয়ুথ কনফারেন্স ফর টোব্যাকো ফ্রি বাংলাদেশ’ শীর্ষক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

প্রতিমন্ত্রী বলেন, ২০৪১ সালে বাংলাদেশ হবে উন্নত-সমৃদ্ধ দেশ। উন্নত দেশের নাগরিক হিসেবে আজকের তরুণদের অবশ্যই স্বাস্থ্য সচেতন হতে হবে। সে ক্ষেত্রে তরুণদের অংশগ্রহণে তামাক ও মাদকবিরোধী প্রচারণাকে আরও জোরদার করতে হবে এবং নিজেদের দক্ষ ও যোগ্য হিসেবে গড়ে তুলতে হবে।

এ সময় প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি মো. আফতাব উদ্দিন সরকার ও অধ্যাপক ডা. মো. আব্দুল আজিজ এমপি উপস্থিত ছিলেন।

news24bd.tv/আইএএম