সাপাহার সীমান্তে বাংলাদেশিকে আটক করেছে বিএসএফ

নওগাঁর সাপাহার সীমান্ত থেকে হুমায়ন কবির নামে এক বাংলাদেশিকে আটক করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। হুমায়ন কবির উপজেলার জালসুকা গ্রামের ছাবেত আলীর ছেলে। বৃহস্পতিবার ভোর রাতে উপজেলার আদাতলা সীমান্তের ২৪২নং মেইন পিলার এলাকায় এ ঘটনাটি ঘটে।

এ বিষয়ে সাপাহারের আদাতলা ক্যাম্পের কোম্পানী কমান্ডার সুবেদার জাহাঙ্গীর হোসেন জানান, বুধবার রাতে উপজেলার জালসুকা গ্রামসহ সীমান্ত এলাকার বেশ কিছু গরু ব্যবসায়ী চোরাই পথে গরু আনতে ভারতের অভ্যন্তরে প্রবেশ করে। ভারতের রাঙ্গামাটি খুঁটাদহ বিএসএফ ক্যাম্পের জোয়ানরা তাদের পিছু ধাওয়া করে। এসময় হুমায়ন বিএসএফের হাতে ধরা পড়ে।

বৃহস্পতিবার সকালে বিষয়টি জানাজানি হলে আদাতলা বিজিবি ক্যাম্পের কোম্পানী কমান্ডার ভারতের বিএসএফের সাথে যোগাযোগ করেন। তারা জানিয়েছে, আটককৃত হুমায়নকে ভারতের স্থানীয় জনগণ ধরে আমাদের হাতে তুলে দিয়েছে। ফলে আটক ব্যক্তিকে ফেরত পাঠানো যাবে না। আটক ব্যক্তিকে ভারতের মালদাহ জেলার বামনগোলা থানায় সোপর্দ করা হয়েছে।  

NEWS24▐ কামরুল