জয়সওয়ালের সেঞ্চুরিতে রাজকোট টেস্টের লাগাম ভারতের হাতে 

কার্যত ১০ জন মিলেই ইংল্যান্ডের বিপক্ষে রাজকোটে লড়ছে ভারত। টেস্টের মাঝপথেই পারিবারিক কারণে রবিচন্দ্রন অশ্বিন দল ছাড়ায় একজন কম নিয়েই লড়ছে স্বাগতিকরা। তবে এতে খেলায় যেন প্রভাব পড়েনি মোটেও। রাজকোটে তৃতীয় দিন ভারত শেষ করেছে ম্যাচের লাগাম হাতে নিয়েই। যশস্বী জয়সওয়ালের তৃতীয় সেঞ্চুরিতে ভারত এখন এগিয়ে ৩২২ রানে।  

আজ শনিবার ভালো অবস্থানে থেকেই তৃতীয় দিনের খেলা শুরু করে ইংল্যান্ড। ২ উইকেটে ২০৭ রান নিয়ে দিন শুরু করা সফরকারীরা এরপর গুটিয়ে যায় মাত্র স্কোরবোর্ডে আর ১১২ রানে যোগ হতেই। মোহাম্মদ সিরাজ একাই নেন ৪ উইকেট। রবীন্দ্র জাদেজা ও কুলদীপ যাদব নেন দুটি করে উইকেট।  

১২৬ রানে এগিয়ে থেকে ভারত শুরু করে নিজেদের দ্বিতীয় ইনিংস। আগের ইনিংসের সেঞ্চুরিয়ান রোহিত শর্মা ১৯ রান করে ফিরলেও শুভমন গিলকে সঙ্গে নিয়ে ভারতকে বড় লিডের পথে নিয়ে যান জয়সওয়াল। তুলে নেন নিজেদের তৃতীয় টেস্ট সেঞ্চুরি। অবশ্য ব্যক্তিগত ১০৪ রানে আহত হয়ে মাঠ ছাড়তে হয় তাকে। এরপর খালি হাতে রজত পতিদর ফিরলেও নাইট ওয়াচ ম্যাচ কুলদীপকে নিয়ে দিনের বাকি খেলা শেষ করেন গিল।  

আগামীকাল গিল ৬৫ এবং যাদব ৩ রানে চতুর্থ দিনের খেলা শুরু করবেন।

news24bd.tv/SHS