এশিয়ান ইনডোর অ্যাথলেটিক্স চ্যাম্পিয়নশিপের ফাইনালে বাংলাদেশের ইমরানুর

এশিয়ান ইনডোর অ্যাথলেটিক্স চ্যাম্পিয়নশিপে ৬০ মিটার স্প্রিন্টের প্রথম সেমিফাইনালে দ্বিতীয় হয়ে ফাইনালে স্থান করে নিয়েছেন বাংলাদেশের দ্রুততম মানব ইমরানুর রহমান।  ৬০ মিটার স্প্রিন্টে ফাইনাল স্থান দখল করে নিয়েছেন ইমরানুর।  

অপরদিকে সবাইকে অনেকটা চমকে দিয়ে রোববার (১৮ ফেব্রুয়ারি) রাতে ৪০০ মিটার দৌড়ে রূপা জিতেছেন আরেক বাংলাদেশি জহির রায়হান।

সেমিফাইনালে ১৬ জন স্প্রিন্টারের মধ্যে ইমরান হিটে দ্বিতীয় হন। তিনি এজন্য ৬ দশমিক ৬০ সেকেন্ড সময় নিয়েছেন। সোমবার (১৯ ফেব্রুয়ারি) রাত ৮টা ৫০ মিনিটে ফাইনাল শুরু হবে।

আরও পড়ুন: আর্মি স্টেডিয়ামে বিশ্ব মিলিটারি আর্চার চ্যাম্পিয়নশিপ শুরু ২৬ ফেব্রুয়ারি

উল্লেখ্য, গত বছর কাজাখস্তানে স্বর্ণ জিতে চমক দেখিয়েছিলেন ইমরানুর। ৬০ মিটার স্প্রিন্টে এশিয়ান ইনডোর অ্যাথলেটিকসে তার এই কীর্তি ছিলো এশিয়ার শীর্ষ স্তরে বাংলাদেশের কোনো অ্যাথলেটের প্রথম পদক। এদিকে ৬০ মিটার স্প্রিন্টে বাংলাদেশের হয়ে রাকিবুল অংশ নিলেও ৬ দশমিক ৮৭ সেকেন্ড টাইমিং নিয়ে হিটেই বাদ পড়েছেন তিনি।  

news24bd.tv/SC