অর্থ পাচারকারী ও ঋণ খেলাপিদের তালিকা জনসম্মুখে প্রকাশের দাবি 

বিদেশে অর্থ পাচারকারী ও ঋণখেলাপিদের তালিকা জনসম্মুখে প্রকাশের দাবি জানিয়েছে বাম গণতান্ত্রিক জোট। সোমবার (১৯ ফেব্রুয়ারি) রাজধানীর মতিঝিলে অবস্থান নিয়ে তারা বলেন, সরকারের প্রত্যক্ষ মদদে, ব্যাংকগুলোকে সর্বস্বান্ত করা হচ্ছে।  

তারা এ সময় দেশের ব্যাংক খাতে নানা আর্থিক অনিয়ম ও অর্থ পাচারের বিরুদ্ধে রাজধানীতে মিছিল করেছে। প্রথমে জাতীয় প্রেসক্লাবের সামনে সংক্ষিপ্ত সমাবেশ করে তারা। এ সময় অর্থনীতিবিদ অধ্যাপক এমএম আকাশ বলেন, সরকারের মদদে ব্যাংকগুলোকে দুর্বল করা হচ্ছে।

পরে প্রেস ক্লাব থেকে মিছিল নিয়ে বাংলাদেশ ব্যাংকের অভিমুখে যাত্রা করেন জোটের নেতারা। মতিঝিলে বাংলাদেশ ব্যাংকের প্রধান কার্যলয়ে গিয়ে প্রধান ফটকের সামনে বসে পড়েন সবাই।

জোটের সাধারণ সম্পাদক রুহিন হোসেন প্রিন্স বলেন, দেশের ব্যাংকগুলো ক্ষমতাসীনদের লুটপাটে ফাঁকা হয়ে গেছে।  

এদিকে, ক্ষমতাসীন আওয়ামী লীগের বিরুদ্ধে লুটপাটের অভিযোগ তুলে নয়াপল্টনে ব্রিফিং করেছে বিএনপি। দলটির সিনিয়র যুগ্ম মহাসচিব রহুল কবির রিজভীর অভিযোগ করেন, আওয়ামী সিন্ডিকেটের কারণেই দ্রব্যমূল্যের এমন ঊর্ধ্বগতি।

এ সময় ২১ ফেব্রুয়ারি আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে ২ দিনের বিশেষ কর্মসূচি ঘোষণা করা হয় বিএনপির পক্ষ থেকে।

news24bd.tv/আইএএম