মৌ পণ্য উৎপাদন ও বাজারজাতকরণ বৃদ্ধি বিষয়ক কর্মশালা

মধু উৎপাদন খ্যাত সিরাজগঞ্জে মৌ-চাষিদের নিয়ে মৌ পণ্য উৎপাদন ও বাজারজাতকরণ বৃদ্ধির কৌশল উদ্ভাবন বিষয়ক কর্মশালা বুধবার সকালে জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের হলরুমে অনুষ্ঠিত হয়েছে।  

কৃষি সম্প্রসারণ অধিদপ্তর আয়োজিত কর্মশালায় বাসা ফাউন্ডেশনের উপ-নির্বাহী পরিচালক ডা.সামিনা ইসলামের সভাপতিত্বে বক্তব্য রাখেন, কৃষি কর্মকর্তা বাবলু কুমার সূত্রধরসহ উত্তরাঞ্চল মৌখামারী নেতৃবৃন্দ।  

কর্মশালায় জেলার ৪০জন মৌচাষী, উপকরণ সরবরাহকারী, মধু ব্যবসায়ী, প্রক্রিয়াজাতকারী ও সরিষা চাষি সহ বিভিন্ন সুবিধাভোগীরা অংশ নেন। এ সময় বক্তারা বলেন, জেলায় সরিষার চাষ বৃদ্ধি পাওয়ায় বছরে তিশন থেকে সাড়ে তিনশ মে.টন মধু সংগ্রহ হচ্ছে।  

মধু থেকে বৈদেশিক মুদ্রা অর্জন হচ্ছে। তাই মধু শিল্পকে এগিয়ে নিতে নানা পরিকল্পনা করার পাশাপাশি প্রতিবন্ধকতা দুর করতে প্রয়োজনীয় পরিকল্পনা গ্রহণ ও বাস্তবায়ন করতে হবে।

news24bd.tv/কেআই