মৌলিক আইনের অনুবাদের জন্য কমিটি গঠন

দেশের প্রচলিত মৌলিক আইনগুলোর নির্ভরযোগ্য অনুবাদ প্রণয়নের জন্য পাঁচ সদস্যের একটি কমিটি গঠন করে দিয়েছেন হাইকোর্ট। এ কমিটিকে আগামী ছয় মাসের মধ্যে এ বিষয়ে অগ্রগতি প্রতিবেদন আদালতে দাখিল করতে বলেছেন উচ্চ আদালত।

আইন মন্ত্রণালয়ের লেজিসলেটিভ শাখার একজনকে প্রধান করে পাঁচ সদস্যের এই কমিটিতে রাখা হয়েছে আইন কমিশন ও বাংলা একাডেমির একজন প্রতিনিধিকে। এছাড়া এই কমিটিতে থাকবেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন ও বাংলা বিভাগের দুজন শিক্ষক।

আরও পড়ুন: মন্ত্রিসভায় নতুন করে যুক্ত হতে পারেন ৭-১০ জন

সুপ্রিম কোর্টের ১০ আইনজীবীর করা রিটের শুনানি নিয়ে বৃহস্পতিবার (২৯ ফেব্রুয়ারি) বিচারপতি মো. আশফাকুল ইসলাম ও বিচারপতি মো. ইকবাল কবিরের হাইকোর্ট বেঞ্চ রুলসহ এ আদেশ দেন।

হাইকোর্ট রুলে আদালতের কার্যক্রম পরিচালনা অর্থবহভাবে বাস্তবায়ন করতে দেশের প্রচলিত মৌলিক আইনের বাংলায় অনুদিত নির্ভরযোগ্য পাঠ প্রণয়ন ও প্রকাশে কেন নির্দেশ দেওয়া হবে না তা জানতে চেয়েছেন।

news24bd.tv/ab