ইসরায়েলের বিরুদ্ধে আইসিজে'কে আরও কঠোর হতে বললো দক্ষিণ আফ্রিকা

গাজায় দূর্ভিক্ষ প্রতিরোধে ইসরায়েলের ওপর চাপ প্রয়োগের জন্য আন্তর্জাতিক বিচার আদালতকে পদক্ষেপ নেয়ার অনুরোধ করেছে দক্ষিণ আফ্রিকা সরকার। ধারণা করা হচ্ছে যদি কোনো পদক্ষেপ না নেয়া হয় তবে আগামী ছয় মাসে প্রায় ৮৫ হাজার গাজাবাসী না খেতে পেয়ে মারা যাবে। খবর আরব নিউজের।

আইসিজেতে দাখিলকৃত আবেদনপত্রে দক্ষিণ আফ্রিকা সরকার জানায়, গাজায় ইসরায়েলের আগ্রাসনের ফলে লাখ লাখ ফিলিস্তিনি নাগরিকদের অস্তিত্বের সঙ্কট সৃষ্টি হয়েছে। এ ব্যাপারে আদালতের হস্তক্ষেপ অত্যাবশ্যক।

আরও পড়ুন: বাণিজ্যিক জাহাজে হুথির হামলায় দুই নাবিক নিহত

সাউথ আফ্রিকার দায়েরকৃত মামলায় ইসরায়েলকে গণহত্যার দায়ে অভিযুক্ত করার পর আইসিজে ইসরায়েলকে হত্যাকাণ্ডের সাথে জড়িত ব্যক্তিদের বিচার করার, অবিলম্বে হত্যাকাণ্ড বন্ধ করার এবং গাজায় মানবিক সহায়তা পৌঁছানোর ব্যবস্থা করতে নির্দেশ দিয়েছিল।

আবেদনে দক্ষিণ আফ্রিকার প্রেসিডেন্ট জানান, ইসরায়েল আদালতের নির্দেশ অমান্য করে গাজায় আগ্রাসন বৃদ্ধি করে চলেছে।

গত এক সপ্তাহে গাজায় না খেতে পেয়ে অন্তত ২০ জন শিশু মারা গিয়েছে। জাতিসংঘের এক হিসাবমতে, গাজার ২৩ লাখ অধিবাসীর মধ্যে এক তৃতীয়াংশ ফেব্রুয়ারি মাসে খাবারের সঙ্কটে ভুগেছে।

news24bd.tv/ab