ভারতে জনসংখ্যার গণনা না থাকলেও কাস্ট গণনা আছে : ড.বিনায়ক সেন

বিআইডিএসের মহাপরিচালক ও অর্থনীতিবিদ ড. বিনায়ক সেন এক্স হ্যান্ডেলে ভারতের অর্থনীতির কিছু বিষয়ে প্রশ্ন তুলেছেন।

তিনি বলেন, খুবই প্রভাবশালী প্রতিষ্ঠান ভারতের পরিসংখ্যান ব্যুরোর অধপতন হয়েছে। ২০১২ সালের পর থেকে ভারতে দারিদ্রের কোন পরিসংখ্যান নেই। অর্থাৎ গণনা না থাকলে দারিদ্রও নেই। ভারতের জনসংখ্যার গণনা হচ্ছে না ২০১১ সালের পরে। শুধু বলা হচ্ছে ভারতে মহিলা শ্রমিকের সংখ্যা বৃদ্ধি পেয়েছে ২০ থেকে ৩৯ শতাংশ। ভারতের কেন্দ্রীয় পরীসংখ্যান ব্যুরো শুধু বলছে ভারতে ৮.৪শতাংশ প্রবৃদ্ধি অর্জন করেছে। কিন্তু দেশে আয় বৈষম্যেও কোন পরিসংখ্যান নেই।

তিনি লেখেন,জনসংখ্যার গণনা নেই কিন্তু বিহারে শুরু হয়েছে কাস্ট গণনা। এটি একটি বিষ্ময়। যা গণতান্ত্রিক অর্থনীতির জন্য বাজে লক্ষণ।

news24bd.tv/ডিডি