২০২৪-২৫ অর্থবছরের বাজেট প্রণয়নে সিপিডির কিছু পরামর্শ

সামষ্টিক অর্থনীতি পুনরুদ্ধার, মূল্যস্ফীতি নিয়ন্ত্রণ, পিছিয়ে পড়া জনগোষ্ঠীকে সহায়তা ও রাজস্ব আদায় বৃদ্ধিকে গুরুত্ব দিয়ে আগামী ২০২৪-২৫ অর্থবছরের বাজেট প্রণয়নের পরামর্শ দিয়েছে সেন্টার ফর পলিসি ডায়ালগ, সিপিডি।  

শনিবার (১৬ মার্চ) রাজধানীর ধানমন্ডিতে নিজস্ব কার্যালয়ে আগামী অর্থবছরের বাজেট প্রস্তাব তুলে ধরেন সিপিডির নির্বাহী পরিচালক ড. ফাহমিদা খাতুন।  

তিনি করমুক্ত আয় সীমার পরের স্তরে ১ লাখ টাকা থেকে বাড়িয়ে ২ লাখ টাকা পর্যন্ত ৫ শতাংশ কর নির্ধারণ এবং এরপরের ধাপে ১০ শতাংশ করের ক্ষেত্রে ৩ লাখ টাকা থেকে কমিয়ে ২ লাখ টাকা করার সুপারিশ করেন।  

এছাড়া শিক্ষা, স্বাস্থ্য ও সামজিক সুরক্ষা খাতে বরাদ্দ বৃদ্ধির সুপারিশ করছে সংস্থাটি।  

এ সময় ড. মোস্তাফিজুর রহমান বলেন, কাঠামোগত দুর্বলতার কারণে অর্থনীতিকে ঋণ নির্ভরতার দিকে ঠেলে দিচ্ছে। মধ্যমেয়াদি ও দীর্ঘমেয়াদি সংকট সমাধানে কাঠমোগত ও প্রাতিষ্ঠানিক সংস্কারের পরামর্শ তার।  

news24bd.tv/আইএএম