অচিরেই পানগাঁও টার্মিনাল সচল করা হবে: সালমান এফ রহমান

পানগাঁও টার্মিনালকে সচল করতে খরচ, রোড কানেকশনসহ বেশ কয়েকটি বিষয়ে সিদ্ধান্ত নেয়া হচ্ছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর বেসরকারি শিল্প ও বিনিয়োগ উপদেষ্টা সালমান এফ রহমান। তিন সপ্তাহ আগে মন্ত্রণালয়েও এ বিষয়ে আলোচনা হয়েছে বলে জানান তিনি।

শনিবার (১৬ মার্চ) কেরানীগঞ্জে পানগাঁও অভ্যন্তরীণ কন্টেইনার টার্মিনাল সরেজমিনে পরিদর্শন করেন সালমান এফ রহমান, পরিবেশমন্ত্রী সাবের হোসেন চৌধুরী, নৌ পরিবহণ প্রতিমন্ত্রী খালেদ আহমেদ চৌধুরীসহ সংশ্লিষ্ট আরও অনেকে। পরিদর্শন শেষে টার্মিনালটি পুরোদমে সচল করার বিষয়ে আলোচনায় বসেন তারা।

আরও পড়ুন: রেলের ২৩ হাজার একরের বেশি জমি বেদখল: রেলমন্ত্রী

আলোচনা শেষে সালমান এফ রহমান জানান, শ্রমিকদের সাময়িক কিছু সমস্যা হচ্ছে। এক মাসের মধ্যে এসব সমস্যার সমাধান করা হবে।

এ সময় টার্মিনালে অনেক বেশি কার্গো আনার ব্যবস্থা করা হবে বলেও জানান তিনি।

সংশ্লিষ্টরা জানান, আগে ৩০ থেকে ৩৫ হাজার কন্টেইনার আসত এই টার্মিনালে।

news24bd.tv/ab