‘জয় সেট সেন্টারে’ মিলবে প্রশিক্ষণ বাড়বে কর্মসংস্থান: স্পিকার

জাতীয় সংসদের স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী এমপি বলেছেন, তথ্য প্রযুক্তিতে তরুণ-তরুণীদের দক্ষতা বাড়ানো এবং কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্যে জয় SET Center  স্থাপন করা হচ্ছে যাতে প্রশিক্ষণ শেষে তারা হবে স্মার্ট বাংলাদেশ গড়ার কারিগর।

আজ শনিবার দুপুরে রংপুরের পীরগঞ্জ উপজেলা পরিষদ ভবনে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মদিন উপলক্ষে ‘জয় স্মার্ট সার্ভিস এন্ড এমপ্লয়মেন্ট ট্রেনিং সেন্টার (জয় SET Center’) নির্মাণ কাজের উদ্বোধন শেষে এসব কথা বলেন তিনি।

এসময় ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক বলেন, তরুণ-তরুণীদের মেধা আছে তাদের একটু প্রশিক্ষণের সুযোগ দিলে কর্মসংস্তানের সুযোগ সৃষ্টি হতে পারে। সারা দেশে প্রায় ২৫ হাজার ১২৫ জন নারী উদ্যোক্তা তৈরি করা হয়েছে এবং তাদের প্রত্যেককে ১ টি করে ল্যাপটপ বিতরণ করা হয়েছে।

রংপুর জেলা প্রশাসক মোহাম্মদ মোবাশ্বের হাসানের সভাপতিত্বে অনুষ্ঠানে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি মন্ত্রণালয়ের মহাপরিচালক  মোস্তফা কামাল, ডিজিটাল সংযোগ স্থাপন (ইডিসি) প্রকল্পের প্রকল্প পরিচালক তানজিনা ইসলামসহ প্রকল্পের কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।

news24bd.tv/তৌহিদ