ইসরায়েলকে গাজা অভিযান সমাপ্ত করতে বললেন ট্রাম্প

ইসরায়েল আন্তর্জাতিক সমর্থন হারাচ্ছে এবং তাদের গাজায় অভিযান সমাপ্ত করা উচিত বলে মন্তব্য করেছেন সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ইসরায়েলের হায়ুম সংবাদপত্রকে দেয়া এক সাক্ষাৎকারে ট্রাম্প এই মন্তব্য করেন। খবর আল জাজিরার।

সাক্ষাৎকারে ট্রাম্প বলেন, নেতানিয়াহুর জায়গায় আমি হলে একই কাজ করতাম। ৭ অক্টোবর হামাস কর্তৃক পরিচালিত হামলাটি খুবই রক্তক্ষয়ী ছিল, কিন্তু সময় হচ্ছে নিরীহ ফিলিস্তিনিদের ওপর অত্যাচার বন্ধ করার।

হামাসের হামলায় প্রায় ১ হাজার ইসরায়েলি নিহত হয়েছিলেন এবং ২০০ জনকে আটক করা হয়েছিল। বিনিময়ে, ইসরায়েলি হামলায় এ পর্যন্ত ৩২ হাজার ফিলিস্তিনি নিহত হয়েছেন।

জাতিসংঘের নিরাপত্তা পরিষদে গাজায় যুদ্ধবিরতির প্রস্তাব গৃহীত হওয়ার পর ট্রাম্পের মন্তব্য প্রকাশ করা হয়। ভেটো প্রদান না করলেও যুক্তরাষ্ট্র এই প্রস্তাবে ভোটপ্রদানে বিরত ছিল।

এদিকে, যুদ্ধবিরতির প্রস্তাব পাস হওয়ার পরেও গাজায় অভিযান চলমান রাখার ঘোষণা দিয়েছে ইসরায়েল, যা যুক্তরাষ্ট্রের জন্য উদ্বেগের সৃষ্টি করেছে।

আরও পড়ুন: জাতিসংঘের নিরাপত্তা পরিষদে গাজায় যুদ্ধবিরতির নতুন প্রস্তাব

সাক্ষাৎকারে কমতে থাকা বৈশ্বিক সমর্থনের মুখে ইসরায়েলকে সতর্ক হওয়ার আহ্বান জানিয়েছেন ট্রাম্প।

নিজেকে সবসময় ইসরায়েলের সমর্থক হিসেবে পরিচয় দিয়ে এসেছেন ট্রাম্প। তার আমলেই যুক্তরাষ্ট্রের দূতাবাস জেরুজালেমে স্থানান্তর করা হয় এবং আব্রাহাম চুক্তির আওতায় মধ্যপ্রাচ্যের দেশগুলোর সাথে ইসরায়েলের সম্পর্ক স্বাভাবিক করা হয়।

দীর্ঘদিন ধরে মার্কিন সরকারের এসকল নীতির বিরোধীতা করে আসছে ফিলিস্তিনের নাগরিকেরা।

news24bd.tv/ab