মুক্তি পেয়েছেন নেদারল্যান্ডের নাইটক্লাবের জিম্মিরা, আটক অভিযুক্ত আসামি

নেদারল্যান্ডের মধ্যাঞ্চলের একটি নাইটক্লাবে হামলার ঘটনায় সকল জিম্মি মুক্তি পেয়েছেন। পাশাপাশি, সন্দেহভাজন হামলাকারীকে আটক করা হয়েছে বলে জানিয়েছে দেশটির পুলিশ প্রশাসন। খবর আল জাজিরার।

শনিবার (৩০ মার্চ) এক্সে প্রকাশিত বার্তায় নেদারল্যান্ডের পুলিশ বাহিনী জানায়, সর্বশেষ জিম্মিও মুক্তি পেয়েছেন। এই ঘটনায় একজনকে গ্রেপ্তার করা হয়েছে।

গ্রেপ্তার হওয়া ব্যক্তি নিজে থেকেই ক্লাব থেকে বেরিয়ে আসেন। পুলিশ তাকে হাত মাথার পেছনে নিয়ে হাঁটু গেড়ে বসতে বলে এবং তার হাতে হ্যান্ডকাফ পড়িয়ে তাকে গাড়িতে তুলে নিয়ে যায়।

এর আগে তিনজন তরুণ জিম্মি মাথার পেছনে হাত দিয়ে ক্লাব থেকে বেরিয়ে আসেন। অভিযুক্ত ব্যক্তি গ্রেপ্তার হওয়ার আগে চতুর্থ জিম্মিকেও মুক্তি দেয়া হয়। জিম্মিরা সকলেই নাইটক্লাবের কর্মী ছিলেন।  

ঘন্টাখানেক আগে পুলিশ রাজধানী আমস্টারডাম থেকে ৮৫ কিলোমিটার দক্ষিণ-পূর্বে অবস্থিত ইদ শহরের কেন্দ্রে অবস্থিত এই নাইটক্লাবে কয়েকজনকে জিম্মি করে রাখার সংবাদ দিয়েছিল।  

আরও পড়ুন: লেবানন সীমান্তে জাতিসংঘের পরিদর্শক দলের ওপর গোলা নিক্ষেপ

আঞ্চলিক সরকারি আইনজীবীর কার্যালয়ের প্রধান মার্থিন কুন্সট জানান, আমরা খুবই খুশি যে ঘটনাটি এভাবে শেষ হলো।

হামলাকারীর উদ্দেশ্য নিয়ে কেউ কিছু না বললেও পুলিশ এবং আইনজীবীরা মনে করছেন এটি কোনো সন্ত্রাসী হামলা ছিল না।

পুলিশের দেয়া তথ্যমতে, হামলাকারীর হাতে ছুরি ছিল। তবে তার কাঁধের ব্যাকপ্যাক তল্লাশী করে কোনো অস্ত্র পাওয়া যায়নি।

কুন্সটের দেয়া তথ্যমতে, হামলাকারীকে পুলিশ আগে থেকেই চিনতো এবং এর আগেও তাকে ভয়ানক আচরণের জন্য আটক করা হয়েছিল।

হামলাকারীর পরিচয় না জানালেও ইদ শহরের মেয়র রেনে ভারহালস্টের মতে সে একজন ডাচ নাগরিক।

news24bd.tv/ab