বিশ্বের শীর্ষ ১০ শতকোটিপতি

যুদ্ধ, রাজনৈতিক ও অর্থনৈতিক অস্থিরতার মধ্যেও বিশ্বের বিভিন্ন দেশের ধনীরা আরও ধনী হচ্ছেন। গত এক বছরে ধনীদের সম্পদ বেড়েছে প্রায় ২ লাখ কোটি ডলার। গতকাল মঙ্গলবার ২০২৪ সালের ২০০ জন শতকোটিপতির নতুন তালিকা প্রকাশ করেছে ফোর্বস ম্যাগাজিন। এর মধ্যে শীর্ষ ১০ শতকোটিপতি কারা এবং তাঁদের সম্পদের পরিমাণ যেনে নেওয়া যাক।

১. বার্নার্ড আরনল্ট ও পরিবার শতকোটিপতিদের তালিকায় এখন সবার শীর্ষে বার্নার্ড আর্নল্ট ও পরিবার। ফোর্বস ম্যাগাজিনের রিচেস্ট ইন ২০২৪ শীর্ষক প্রতিবেদনে এই পরিবার নিজেদের শীর্ষস্থান ধরে রেখেছে।   সম্পদের পরিমাণ: ২৩ হাজার ৩০০ কোটি ডলার। উৎস: লুই ভুতোঁ বা এলভিএমএইচ ও সেফোরার মতো বিলাসবহুল পণ্যের ব্র্যান্ড। বয়স: ৭৫ নাগরিক: ফ্রান্স

২. ইলন মাস্ক সম্পদ: ১৯ হাজার ৫০০ কোটি ডলার বয়স: ৫২ উৎস: টেসলা, স্পেসএক্স, এক্স নাগরিক: আমেরিকা

৩. জেফ বেজোস সম্পদের পরিমাণ: ১৯ হাজার ৪০০ কোটি ডলার উৎস: অ্যামাজন ডট কম বয়স: ৬০ নাগরিক: আমেরিকা

৪. মার্ক জাকারবার্গ সম্পদের পরিমাণ: ১৭ হাজার ৭০০ কোটি ডলার উৎস: মেটা বয়স: ৩৯ নাগরিক: আমেরিকা

৫. ল্যারি এলিসন সম্পদের পরিমাণ: ১৪ হাজার ১০০ কোটি ডলার উৎস: ওরাকল বয়স: ৭৯ নাগরিক: আমেরিকা

৬. ওয়ারেন বাফেট সম্পদের পরিমাণ: ১৩ হাজার ৩০০ কোটি ডলার উৎস: বার্কশায়ার হ্যাথাওয়ে বয়স: ৯৩ নাগরিক: আমেরিকা

৭. বিল গেটস সম্পদের পরিমাণ: ১২ হাজার ৮০০ কোটি ডলার উৎস: মাইক্রোসফট বয়স: ৬৮ নাগরিক: আমেরিকা

৮. স্টিভ বালমার সম্পদের পরিমাণ: ১২ হাজার ১০০ কোটি ডলার উৎস: ক্লিপার্স ও অ্যালফাবেট বয়স: ৬৮ নাগরিক: আমেরিকা

৯. মুকেশ আম্বানি সম্পদের পরিমাণ: ১১ হাজার ৬০০ কোটি ডলার উৎস: রিলায়ান্স ইন্ডাস্ট্রিজ, পেট্রোলিয়াম, তেল ও গ্যাস  বয়স: ৬২ নাগরিক: ভারত

১০. ল্যারি পেজ সম্পদের পরিমাণ: ১১ হাজার ৪০০ কোটি ডলার উৎস: অ্যালফাবেট  বয়স: ৫১ নাগরিক: আমেরিকা

news24bd.tv/aa