গাবতলী বাস কাউন্টারে উপচে পড়া ভিড়

ঈদের আর মাত্র একদিন বাকি। তাই দলে দলে রাজধানী ছাড়ছে মানুষ। আজ মঙ্গলবার (৯ এপ্রিল) সকালে রাজধানীর গাবতলী বাস টার্মিনাল এলাকায় যাত্রীদের উপচে পড়া ভিড় দেখা গেছে। দূরপাল্লার বেশিরভাগ বাসেরই অগ্রিম টিকিট বিক্রি হওয়ায় যাত্রীদের অপেক্ষা এখন শুধু বাড়ি ফেরার নির্ধারিত বাসে চড়া।  

পুরোদমে বাসে ঈদযাত্রার শুরুতে ভিড় কিছুটা কম থাকলেও মঙ্গলবার সকাল থেকেই শ্যামলী-গাবতলী এলাকায় সড়কে বাড়ি ফেরা মানুষের ভিড় চোখে পড়ে।

কিছু বাসে তাৎক্ষণিকভাবে টিকিট কেটেই উঠতে পারছেন যাত্রীরা। আবার যারা আগেভাগে টিকিট কাটতে পারেননি, শেষ মুহূর্তে বাড়তি ভাড়া দিয়ে ছুটছেন আপন জানের সাথে ঈদ করতে।

গাবতলী-সাভার হয়ে ঢাকা-আরিচা রুটে গতকালও যাত্রীর চাপ ছিল। সোমবার বিকালে সাভারে যাত্রীর অতিরিক্ত চাপ আর যানবাহনের সংখ্যা বেড়ে যাওয়ায় সৃষ্টি হয় যানজটের। সাভারের বিভিন্ন সড়ক-মহাসড়কে ২৬ কিলোমিটার যানজট সৃষ্টি হয়।  

এদিকে মঙ্গলবার (৯ এপ্রিল) ভোররাত থেকে বঙ্গবন্ধু সেতুর পূর্বপ্রান্ত থেকে এলেঙ্গা পর্যন্ত থেমে থেমে যানজট হয়। এ যানজট প্রায় ১৩ কিলোমিটার। এতে ঈদে ঘরমুখো মানুষ ও যানবাহনের চালকরা বিপাকে পড়েছেন।

news24bd.tv/আইএএম