মালয়েশিয়ায় আতশবাজি বিক্রির দায়ে ২ বাংলাদেশি আটক

মালয়েশিয়ায় আতশবাজি বিক্রি করায় দুই প্রবাসী বাংলাদেশিসহ ৩ বিদেশিকে আটক করা হয়েছে। রোববার (৭ এপ্রিল) কেলানতান রাজ্যের কোতাবারু থেকে তাদের আটক করে দেশটির অভিবাসন বিভাগ।

স্থানীয় সময় সোমবার (৮ এপ্রিল) এক বিবৃতিতে এসব তথ্য জানান কেলানতান অভিবাসন বিভাগের পরিচালক মোহাম্মদ ফয়জল শামসুদিন।

বিবৃতিতে বলা হয়, আতশবাজি বিক্রি করায় দুই বাংলাদেশিকে আটক করা হয়েছে। তারা দুইজনই পুরুষ। তৃতীয়জন থাইল্যান্ডের নাগরিক এবং নারী। সবার বয়স ৩০ থেকে ৪০ বছরের মধ্যে।

বিবৃতিতে আরও বলা হয়, আটক বিদেশিদের অভিবাসন আইন ১৯৬৩-এর ৩৯ (বি)-এর অধীনে কাজের পারমিটের অপব্যবহারের সঙ্গে যুক্ত থাকায় আটক করা হয়েছে। পরবর্তী পদক্ষেপের জন্য তাদেরকে স্থানীয় তানাহ মেরা ইমিগ্রেশন ডিপোতে পাঠানো হয়েছে।

মালয়েশিয়ায় পবিত্র ঈদুল ফিতর উদযাপনে আতশবাজি পোড়ানো কঠোরভাবে নিষিদ্ধ করা হয়েছে। আতশবাজি বিক্রি রোধে নিয়মিত অভিযান চালাচ্ছে পুলিশ।

এমনকি কোনো বিদেশি আতশবাজি বিক্রির অবৈধ কার্যকলাপে জড়িত থাকলে, তার সম্পর্কে অভিবাসন বিভাগকে জানানোর জন্য স্থানীয়দের পরামর্শ দেয়া হয়েছে।

news24bd.tv/ab