ঈদুল আজহার সম্ভাব্য তারিখ জানালো সৌদি আরব

সৌদি আরবের চাঁদ দেখা কমিটি জানিয়েছে, দেশটিতে এবার ১৬ জুন ঈদুল আজহা পালিত হতে পারে। বিবিসির এক প্রতিবেদনে এ খবর জানানো হয়েছে।      গত ১১ এপ্রিল বাংলাদেশে উদযাপন হয়েছে ঈদুল ফিতর। তার এক দিন আগে ১০ এপ্রিল সৌদি আরবে ইদুল ফিতর পালিত হয়। নিয়ম অনুযায়ী, ঈদুল ফিতরের ঠিক দুই মাস ১০ দিন পর ঈদুল আজহা বা কোরবানির ঈদ পালনের নিয়ম।

বাংলাদেশে সাধারণত সৌদি আরব, কাতার, ওমান, আরব আমিরাত এসব দেশের পরের দিন ঈদুল আজহা পালন করা হয়। সেই হিসেবে জুন মাসের ১৭ তারিখ বাংলাদেশে কোরবানির ঈদ পালিত হওয়ার সম্ভাবনা রয়েছে। তবে চাঁদ দেখার ওপর নির্ভর করে তারিখ পরিবর্তন হতে পারে।

news24bd.tv/আইএএম