গোপালগঞ্জে আওয়ামী লীগ নেতা ও সাবেক পৌর মেয়রের ইন্তেকাল

গোপালগঞ্জ জেলা আওয়ামী লীগের শ্রম বিষয়ক সম্পাদক, জেলা মটর শ্রমিক লীগের আহবায়ক ও গোপালগঞ্জ পৌরসভার সাবেক মেয়র রেজাউল হক সিকদার রাজু ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাহি রাজিউন)। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৬২ বছর।  

আজ বুধবার (২৪ এপ্রিল) সকাল ৮টায় ঢাকার একটি হাসপাতালে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তিনি স্ত্রী, এক ছেলে ও এক মেয়ে, অসংখ্য আত্মীয়-স্বজন ও গুণগ্রাহী রেখে গেছেন। তিনি দীর্ঘদিন হৃদরোগসহ নানা রোগে ভুগছিলেন।  

আজ বাদ আসর মরহুমের নামাজে জানাজা স্থানীয় কেন্দ্রীয় ঈদগাহ ময়দানে অনুষ্ঠিত হয় এবং পরে পারিবারিক কবরস্থানে তার লাশ দাফন করা হয়।

আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা, গোপালগঞ্জ-২ আসনের সংসদ সদস্য শেখ ফজলুল করিম সেলিম, জেলা আওয়ামী লীগের সভাপতি মাহবুব আলী খান, সাধারণ সম্পাদক জিএম সাহাব উদ্দিন আযম তার মৃত্যুতে শোক এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন।

news24bd.tv/SHS