উপজেলা নির্বাচনে বিজিবি মোতায়েন থাকবে: ইসি সচিব

আসন্ন উপজেলা নির্বাচনে ভোট সুষ্ঠু, অবাধ ও নিরপেক্ষ করতে প্রতিটি উপজেলায় দুই থেকে চার প্লাটুন বিজিবি মোতায়েন করা হবে বলে জানিয়েছেন নির্বাচন কমিশন (ইসি) সচিব জাহাংগীর আলম। তিনি আরও জানিয়েছেন, ইউনিয়ন প্রতি একজন করে ম্যাজিস্ট্রেটও নিয়োগ করা হবে।

আজ বৃহস্পতিবার (২৫ এপ্রিল) বেলা ১১টায় রাজধানীর আগারগাঁওয়ের নির্বাচন ভবনের অডিটোরিয়ামে সব বিভাগীয় কমিশনার, রেঞ্জের উপ-মহাপুলিশ পরিদর্শক, জেলা প্রশাসক, আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা এবং পুলিশ সুপারদের সঙ্গে বৈঠকে এ কথা বলেন তিনি।

এতে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী হাবিবুল আউয়ালের সভাপতিত্বে নির্বাচন কমিশনাররা, নির্বাচন কমিশন সচিবালয়ের সচিব ও সংশ্লিষ্ট অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

সভাশেষে ইসি সচিব বলেন, সুষ্ঠু নির্বাচনের জন্য মাঠপর্যায়ে কী ধরনের প্রস্তুতি নেবে প্রশাসন, তাদের কী ধরনের সহযোগিতা করতে হবে এসব নিয়ে আলোচনা হয়েছে। নিজ নিজ জেলার সুবিধা-অসুবিধা তুলে ধরেছেন কর্মকর্তারা। অনেক জেলা থেকে অতিরিক্ত ফোর্স চাওয়া হয়েছে। সংসদ নির্বাচনে যেভাবে নিরপেক্ষ থেকে দায়িত্ব পালন করেছে সেভাবেই দায়িত্ব পালনের নির্দেশ দেওয়া হয়েছে।

তিনি আরও বলেন, আচরণবিধি লঙ্ঘন নিয়ে বিব্রতকর কোনো পরিস্থিতিতে নেই মাঠ প্রশাসনে।

news24bd.tv/SHS