ফরিদপুরের ৪টি আসনের প্রার্থীরা যেসব কেন্দ্রে ভোট দিবেন

চলছে একাদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোট গ্রহণ। নির্বাচন সুষ্ঠ করতে সকল প্রস্ততি সম্পূর্ণ করেছেন জেলা প্রশাসক ও রিটার্নিং কর্মকর্তা উম্মে সালমা তানজিয়া। এবারের নির্বাচনে ফরিদপুরের ৪টি আসনে প্রধান দুটি দলের প্রার্থীরা কোন কেন্দ্রে ভোট দিবেন তা হলো-

ফরিদপুর-১আসনের বিএনপির প্রার্থী শাহ মো.আবু জাফর ভোট দিবেন বোয়ালমারী সরকারি কলেজ কেন্দ্রে। আওয়ামীলীগের প্রার্থী মনজুর হোসেন বুলবুল তার নিজ এলাকা আলফাডাঙ্গা হলেও তিনি ঐ এলাকার ভোটার নন। তিনি রাজধানী ঢাকার ভোটার হওয়ায় তিনি এবছর ভোট দিতে পারছে না।

ফরিদপুর-২ আসনের আওয়ামীলীগের প্রার্থী সৈয়দা সাজেদা চৌধুরী ভোট দিবেন সালথা উপজেলার গট্টি ইউনিয়নের রাহুতপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে। এ আসনের বিএনপির প্রার্থী শামা ওবায়েদ ইসলাম রিংকু ভোট দিবেন নগরকান্দা উপজেলার লস্করদিয়া ইউনিয়নের আতিকুর রহমান উচ্চ বিদ্যালয় কেন্দ্রে।

ফরিদপুর-৩ আসনের আওয়ামীলীগ প্রার্থী খন্দকার মোশাররফ হোসেন ভোট দিবেন সরকারি রাজেন্দ্র কলেজ কেন্দ্রে। এ আসনের বিএনপির প্রার্থী চৌধুরী কামাল ইবনে ইউসুফ ভোট দিবেন সরকারি রাজেন্দ্র কলেজ কেন্দ্র।

ফরিদপুর-৪ আসনের আওয়ামীলীগের প্রার্থী কাজী জাফর উল্লাহ ভোট দিবেন ভাঙ্গা উপজেলার কাউলীবেড়া ইউনিয়নের কাজী অলিউল্লাহ উচ্চ বিদ্যালয় কেন্দ্রে। এ আসনের বিএনপির প্রার্থী খন্দকার ইকবাল হোসেন সেলিম ভোট দিবেন ভাঙ্গার নওপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে। এ আসনের সতন্ত্র প্রার্থী মজিবুর রহমান নিক্সন চৌধুরী ভোট দিবেন আজিম নগর সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে।

NEWS24▐ কামরুল