সৌদি প্রবাসী শিক্ষার্থীরা বছরের প্রথম দিনে বই পেল 

বাংলাদেশের ন্যায় নতুন বছরের প্রথম দিনে নতুন বই পেল সৌদি প্রবাসী শিক্ষার্থীরা। সৌদি আরবের বাংলাদেশি স্কুলগুলোতে উৎসবের আমেজে বিতরণ করা হয় নতুন বই।  

আজ মঙ্গলবার সকালে বাংলাদেশ ইন্টারন্যাশনাল স্কুল অ্যান্ড কলেজ রিয়াদ বাংলা শাখায় আয়োজিত বই উৎসবে প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে শিক্ষার্থীদের হাতে নতুন বই তুলে দেন রিয়াদ বাংলাদেশ দূতাবাসের মিনিস্টার এস এম আনিসুল হক।

সিনিয়র শিক্ষক খাদেমুল ইসলামের সঞ্চালনায় অনুষ্ঠানে সভাপতিত্ব করেন স্কুল শিক্ষা প্রতিষ্ঠানটির পরিচালনা পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান রফিকুল ইসলাম।  স্বাগত বক্তব্য রাখেন ভারপ্রাপ্ত অধ্যক্ষ আফজাল হোসেন। বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ দূতাবাসের প্রথম সচিব (শ্রম) মো. আসাদুজ্জামান, প্রথম সচিব (প্রেস) মো. ফখরুল ইসলাম, স্কুল পরিচালনা পরিষদের সদস্য প্রকৌশলী গোফরান, সাবেক ভাইস চেয়ারম্যান ডা. আনিসুর রহমান।   সভাপতির বক্তব্যে স্কুলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান রফিকুল ইসলাম বলেন, বিদেশে বাংলাদেশের পতাকাবাহী বিদ্যাপিঠটি প্রবাসী বাংলাদেশিদের সন্তানদের বাংলা শিক্ষার প্রসার ঘটিয়ে যাচ্ছে। বিদেশে বসেও বছরের প্রথম দিনে শিক্ষার্থীরা বই পৌছে দিতে সহযোগিতার জন্য সংশ্লিষ্টদের ধন্যবাদ জানান।

প্রধান অতিথির বক্তব্যে এস এম আনিসুল হক বলেন, রিয়াদ বাংলাদেশ স্কুলের জন্য নিজস্ব জমি ক্রয়ের জন্য ইতিমধ্যে চিঠি চালাচালি শুরু হয়েছে। আশা করা যায় অল্প সময়ের মধ্যে স্কুলটি নিজস্ব জমি এবং ভবন পাবে।

এদিকে বাংলাদেশ ইন্টারন্যাশনাল স্কুল অ্যান্ড কলেজ জেদ্দার বাংলা শাখাতেও অনুষ্ঠিত হয়েছে বই উৎসব।  মঙ্গলবার সকালে স্কুল প্রাঙ্গণে অনুষ্ঠিত বই উৎসবে প্রধান অতিথি হিসাবে উপস্থিত হয়ে ৭৫০জন শিক্ষার্থীর কাছে নতুন বই তুলে দেন জেদ্দা কনস্যুলেটের কনসাল জেনারেল এফএম বোরহান উদ্দিন।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন প্রতিষ্ঠানের ভারপ্রাপ্ত অধ্যক্ষ হামদুর রহমান। বিশেষ অতিথি ছিলেন স্কুল পরিচালনা পরিষদের চেয়ারম্যান খন্দকার আবুল কালা ম আজাদ, গোলাম মোরশেদ আলম, মো. আব্দুল মান্নান, এম এম সেলিম।  

প্রধান অতিথি এফএম বোরহান উদ্দিন জানান, সৌদি সরকারের নির্দেশনা অনুযায়ী নিজস্ব স্কুল-ভবন নির্মাণের বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য কনস্যুলেট কাজ করে যাচ্ছে।   কনস্যুলেটের উর্ধতন কর্মকর্তাবৃন্দ, স্কুলের শিক্ষক-শিক্ষিকা, ছাত্রছাত্রীসহ জেদ্দাস্থ বাংলাদেশ কমিউনিটির নেতৃবৃন্দ এসময় বই উৎসবে উপস্থিত ছিলেন।  

অনুষ্ঠানে সম্প্রতি প্রকাশিত জেএসসি ও পিইসি পরীক্ষায় জিপিএ ৫ প্রাপ্ত শিক্ষার্থীদেরকে সনদপত্র প্রদান করা হয়।

NEWS24▐ Kamrul