শেখ হাসিনাকে সোনিয়ার অভিনন্দন

জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগের নিরঙ্কুশ বিজয়ে দলটির সভাপতি প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন ভারতের কংগ্রেস নেত্রী সোনিয়া গান্ধী।  

প্রধানমন্ত্রীর প্রেস সচিব ইহসানুল করিম বুধবার বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি বলেন, ভারতের কংগ্রেস পার্লামেন্টারি পার্টির চেয়ারপারসন সোনিয়া গান্ধী বাংলাদেশের জাতীয় নির্বাচনে আওয়ামী লীগের নিরঙ্কুশ বিজয়ে আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন।

প্রসঙ্গত, গত ৩০ ডিসেম্বর অনুষ্ঠিত একাদশ জাতীয় সংসদ নির্বাচনে ঘোষিত ২৯৮টি আসনের আওয়ামী লীগ নেতৃত্বাধীন মহাজোট ২৮৮টি আসনে জয় পেয়েছে।

বিএনপি নেতৃত্বাধীন জাতীয় ঐক্যফ্রন্ট পেয়েছে মাত্র ৭টি আসনে।

এদিকে নির্বাচনে জয়লাভ করায় বাংলাদেশি পররাষ্ট্রমন্ত্রীকে অভিনন্দন জানিয়েছেন সুষমা স্বরাজ। গতকাল তিনি এক বার্তায় এ অভিনন্দন জানিয়েছেন।

সুষমা স্বরাজ জানান, ঘনিষ্ঠ প্রতিবেশী হিসেবে বাংলাদেশের সঙ্গে সহযোগিতা অব্যাহত রাখবে ভারত। আগামীতে পররাষ্ট্রমন্ত্রী আবুল আহসান মাহমুদ আলীর সঙ্গে একযোগে কাজ করার আশাবাদ ব্যক্ত করেন তিনি।

বিবৃতিতে বলা হয়েছে, উভয় মন্ত্রী যৌথ পরামর্শক কমিশন (জেসিসি)-এর কো-চেয়ারম্যান হিসেবে দুই দেশের বিভিন্ন সেক্টরে সহায়তামূলক সমন্বয়ে একযোগে কাজ করবে।  

বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী আবুল আহসান মাহমুদ আলী ভারতের পররাষ্ট্রমন্ত্রীকে ওই বার্তার জন্য ধন্যবাদ জানিয়েছেন।

(নিউজ টোয়েন্টিফোর/তৌহিদ)