গণধর্ষণের শিকার নারীকে দেখতে নোয়াখালীতে মির্জা ফখরুল

নোয়াখালী জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন গণধর্ষণের শিকার সেই নারীকে আজ শনিবার দুপুরে দেখতে এলেন মির্জা ফখরুলসহ ঐক্যফ্রন্টের নেতারা।  

এ সময় তিনি সাংবাদিকদের বলেন, এই নির্বাচনকে কেন্দ্র করে বহু নেতা কর্মী আহত ও পঙ্গু হয়েছে । নোয়াখালীতে চার সন্তানের জননীকে গণধর্ষণ করা হয়েছে। আমরা এ ঘটনায় ধিক্কার ও তীব্র  নিন্দা জানাই। এর বিচারের ভার জনগনের কাছে দিলাম। এ ঘটনায় রাজনীতিতে একটি দীর্ঘস্থায়ী ক্ষত সৃষ্টি হলো, বাংলাদেশ অন্ধকার যুগে প্রবেশ করল এবং বাংলাদেশ গণতন্ত্র বিহীন হলো। জনগনকে সংগে নিয়ে আমরা এ সহিংসতার বিরুদ্ধে প্রতিবাদ করব ও রুখে দাঁড়াব।

এ সময় তার সাথে ছিলো ঐক্যফ্রন্ট নেতা, বঙ্গবীর কাদের সিদ্দিকী , আ.স.ম আবদুর রব, বিএনপির ভাইচ চেয়ারম্যান মো. শাহজাহান ও বরকত উল্যাহ বুলু, যুগ্ন মহা সচিব ব্যারিষ্টার মাহবুব উদ্দিন খোকন, জেলা বিএনপির সভাপতি গোলাম হায়দার, সাধারণ সম্পাদক এডভোকেট আবদুর রহমানসহ দলীয় নেতা কর্মীরা উপস্থিত ছিলেন।  

NEWS24▐ Kamrul