হিজাব পরে কুরআন-তসবিহ হাতে ইলহান ওমরের শপথ!

যুক্তরাষ্ট্রের কংগ্রেসে প্রথমবারের মতো নির্বাচিত দুই মুসলিম নারী প্রতিনিধি ইলহান ওমর ও রাশিদা তালিব হিজাব পরে কুরআনে হাত রেখে শপথ নিয়ে অনন্য নজির গড়েছেন। এছাড়াও হাতে তসবিহও ছিল তার।

এর আগে মার্কিন কংগ্রেসে হিজাব পরার ওপর ১৮১ বছরের পুরনো নিষেধাজ্ঞা ছিল। তবে সম্প্রতি সে নিয়ম পরিবর্তন করা হয়েছে।  

বিদেশি গণমাধ্যম জানায়, ডেমোক্র্যাটরা হাউজ অব রিপ্রেজেন্টেটিভস পরিচালনায় নতুন কিছু নিয়ম চালু করেছেন। এই নিয়মের আওতায় বৃহস্পতিবার হিজাব পরিধানের ওপর নিষেধাজ্ঞা আনুষ্ঠানিকভাবে তুলে দেওয়া হয়। ফলে হিজাব পরে শপথ নিতে বিপত্তিতে পড়েননি ইলহান ওমর।  

(নিউজ টোয়েন্টিফোর/তৌহিদ)