গণধর্ষণের ঘটনায় সর্বোচ্চ শাস্তির দাবিতে মানববন্ধন

নোয়াখালীর সুবর্ণচরে স্বামী-সন্তানকে বেঁধে গৃহবধুকে গণধর্ষণ ঘটনার সাথে জড়িতদের দ্রুত বিচার ও সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে। আজ রোববার সকাল সাড়ে ১০ টায় সাতক্ষীরা প্রেসক্লাবের সামনে ‘সচেতন নাগরিক সমাজ’ এ মানববন্ধন কর্মসূচি পালন করে।

মুক্তিযোদ্ধা সুভাষ সরকারের সভাপতিত্বে বক্তব্য রাখেন, সাতক্ষীরা জজ কোর্টের সাবেক পিপি এ্যাড, ওসমান গনি, সিনিয়র সাংবাদিক কল্যাণ ব্যানাজী, সাতক্ষীরা প্রেসক্লাবের সাবেক সভাপতি আবুল কালাম আজাদ, এ্যাড ফাইমুল হক কিসলু, সাবেক সাধারণ সম্পাদক মমতাজ আহমেদ বাপী, মুক্তিযোদ্ধা সন্তান কমান্ডের সাধারণ সম্পাদক লায়লা পারভীন সেঁজুতি, হিন্দু বৌদ্ধ খ্রীষ্টন ঐক্য পরিষদের সাধারণ সম্পাদক স্বপন কুমার শীল, ডৈইলী সাতক্ষীরার সম্পাদক হাফিজুর রহমান মাসুম প্রমুখ।

বক্তরা বলেন, নোয়াখালীতে একটা নারীর ওপর বর্বরোচিত হামলা হয়েছে। কোনভাবেই এটা মেনে নেওয়া যায় না। ঘটনার সাথে জড়িতরা ইতিমধ্যে গ্রেপ্তার হয়েছে। শুধু গ্রেপ্তার হলে চলবে না এই সব নর পিশাচদের দ্রুত বিচার করে ফাঁসি দিতে হবে।

NEWS24▐ Kamrul