গণধর্ষণের ঘটনায় গ্রেপ্তার আরও ৩, মামলা ডিবিতে

নোয়াখালীর সুবর্ণচরে গৃহবধূকে গণধর্ষণের ঘটনায় আরও তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে। এ নিয়ে এ ঘটনায় ১০ জনকে গ্রেপ্তার করল পুলিশ।

এদিকে রোববার সন্ধায় মামলাটি তদন্তের স্বার্থে জেলা গোয়েন্দা সংস্থায় ( ডিবি) হস্তান্তর করা হয়েছে।

পুলিশ সুপার ইলিয়াছ শরীফ এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, গ্রেপ্তার ১০ আসামির মধ্যে সাতজনের প্রত্যেকের পাঁচ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। মামলার তদন্তকারী কর্মকর্তা ও চর জব্বর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (তদন্ত) ইব্রাহিম খলিল ২ নং আমলি আদালতে এজাহারভুক্ত ৭ আসামির প্রত্যেকের বিরুদ্ধে ৭ দিন করে রিমান্ডের আবেদন করলে রোববার দুপুরে সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট নবমিতা গুহ প্রত্যেক আসামির পাঁচ দিন করে রিমান্ড মঞ্জুর করেন।

এরা হলেন- ঘটনার মূল ইন্ধনদাতা রুহুল আমিন, হাসান আলী বুলু, সোহেল, স্বপন, বাদশা আালম ওরফে বাসু ওরফে কুড়াইল্যা বাসু, বেচু ও জসিম।

(নিউজ টোয়েন্টিফোর/তৌহিদ)