১০০ বিলিয়ন ডলার আত্মসাৎ

সৌদিতে মুক্তি পেলেন ৭ জন, এখনো আটক ২০১

দুর্নীতির ব্যাপারে নড়েচড়ে বসেছে সৌদি আরব। গঠন করা হয়েছে তদন্ত কমিটি। চলছে ধরপাকড়। বাদ যাচ্ছেন না রাজ পরিবারের সদস্যরাও। দুর্নীতির অভিযোগে দেশটিতে গত কয়েকদিনে ২০৮ জনকে জিজ্ঞাসাবাদ করা হয়েছে। এর মধ্যে সাতজনকে কোনো অভিযোগ ছাড়া মুক্তি দেওয়া হয়েছে। বাকি ২০১ জনকে এখনো আটক রাখা হয়েছে। সৌদি সংবাদমাধ্যম আরব নিউজের বরাতে এসব তথ্য জানা গেছে।

গত শনিবার দুর্নীতি বিরোধী অভিযান শুরুর পর সৌদি রাজ পরিবারের সদস্য, সরকারি কর্মকর্তা ও ব্যবসা প্রতিষ্ঠানের নির্বাহী মিলিয়ে কয়েক ডজন ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে। তাদের বিরুদ্ধে বিদেশে অর্থপাচার, ঘুষ লেনদেন, চাঁদাবাজি ও সরকারি অফিসকে ব্যবহার করে ব্যক্তিগত স্বার্থ হাসিল করার অভিযোগ আনা হয়েছে।  

দেশটির অ্যাটর্নি জেনারেল সৌদ আল-মোজেব বৃহস্পতিবার এক বিবৃতিতে বলেন, গত কয়েক দশকে কৌশলগত দুর্নীতি ও লুটপাটের মাধ্যমে কমপক্ষে ১০০ বিলিয়ন মার্কিন ডলার আত্মসাৎ করা হয়েছে। সর্বোচ্চ দুর্নীতি বিরোধী কমিটি (সৌদি বাদশাহ সালমানের ছেলে মোহাম্মদ এ কমিটির প্রধান) খুব দ্রুততার সঙ্গে কাজ করছে।

সৌদি সরকার এ পর্যন্ত ১৭০০ ব্যাংক অ্যাকাউন্ট জব্দ করেছে।