এরশাদকে প্রধানমন্ত্রীর বিশেষ দূতের পদ থেকে অব্যাহতি

প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিশেষ দূতের পদ থেকে জাতীয় পার্টির চেয়ারম্যান সাবেক রাষ্ট্রপতি হুসেইন মুহম্মাদ এরশাদকে অব্যাহতি দেয়া হয়েছে।  

গত বৃহস্পতিবার একাদশ জাতীয় সংসদ নির্বাচনের পর এরশাদের সংসদের বিরোধী দলীয় নেতা হিসেবে দায়িত্ব পালনের সিদ্ধান্ত হওয়ায় বিশেষ দূত নিয়োগ বাতিল করে প্রজ্ঞাপন জারি করেছে মন্ত্রিপরিষদ বিভাগ।  

ফলে ৭ জানুয়ারি প্রধানমন্ত্রীর বিশেষ দূত হুসেইন মুহাম্মদ এরশাদের নিয়োগের অবসান করেছেন।

দশম জাতীয় সংসদ নির্বাচনের পর ২০১৪ সালের ১২ জানুয়ারি এইচ এম এরশাদকে প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিশেষ দূত হিসেবে নিয়োগ দেয়া হয়েছিল। মন্ত্রিপরিষদ বিভাগ এক প্রজ্ঞাপনের মাধ্যমে এ নিয়োগ দেয়। তিনি মন্ত্রীর সমমর্যাদায় ছিলেন।

গত ৭ জানুয়ারি প্রধানমন্ত্রী হিসেবে শেখ হাসিনা শপথ নেয়ার পর আগের মন্ত্রিসভা বিলুপ্ত হয়ে যায়, সেই সঙ্গে বাদ পড়েন তার উপদেষ্টারা।

NEWS24▐ Kamrul