ঢাকা উত্তর সিটির উপনির্বাচন মার্চে জানালেন সিইসি

আগামী মার্চে ঢাকা উত্তর সিটি কর্পোরেশনে (ডিএনসিসি) উপনির্বাচনের ভোটগ্রহণের ইঙ্গিত দিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কে এম নূরুল হুদা।

তিনি বলেছেন, উপজেলা পরিষদের মাঝেই ডিএনসিসির উপনির্বাচন করা হবে। তবে এ বিষয়ে কমিশনে বসে সিদ্ধান্ত নিতে হবে।

বুধবার নির্বাচনী প্রশিক্ষণ ইন্সটিটিউটে (ইটিআই) আয়োজিত এক প্রশিক্ষণ কর্মশালার সমাপনী অনুষ্ঠান শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এ কথা জানান তিনি।

আগামী মার্চের প্রথম দিকে ধাপে ধাপে উপজেলা নির্বাচনে ভোটগ্রহণ শুরু করতে যাচ্ছে ইসি।

ঢাকার উত্তর সিটির মেয়র পদে উপনির্বাচন, সম্প্রসারিত ১৮টি ওয়ার্ডের সাধারণ নির্বাচন এবং ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের নতুন ১৮টি ওয়ার্ডের সাধারণ নির্বাচনের তফসিল ২০১৮ সালের ৯ জানুয়ারি ঘোষণা করে নির্বাচন কমিশন।

ওই বছরের ১৮ জানুয়ারি মনোনয়নপত্র দাখিলের শেষ সময় ছিল। আর ভোটগ্রহণের কথা ছিল ২৬ ফেব্রুয়ারি। ওই তফসিলের বৈধতা চ্যালেঞ্জ করে ওই বছরের গত ১৬ জানুয়ারি ভাটারা থানার বিএনপির সাধারণ সম্পাদক আতাউর রহমান এবং বাড্ডা থানা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম হাইকোর্টে রিট আবেদন করলে উচ্চ আদালত নির্বাচন স্থগিত করেন। বুধবার উচ্চ আদালত ওই রিট খারিজ করে দেন।

NEWS24▐ Kamrul