বিআরটিএ কর্মকর্তাদের যারা দুর্নীতি করছেন, সংশোধন হোন: কাদের

আওয়ামী লীগ সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষকে (বিআরটিএ) যেকোনো মূল্যে দুর্নীতিমুক্ত করব।

তিনি বলেছেন, যারা দুর্নীতি করছেন, ব্যাড প্র্যাকটিস করছেন দ্রুত সংশোধন হোন। এসব কোনোভাবেই সহ্য করা হবে না।

আজ বুধবার দুপুরে রাজধানীর বনানীতে বিআরটিএ কার্যালয়ে প্রতিষ্ঠানটির কর্মকর্তাদের সঙ্গে এক মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন।

দুর্নীতিবাজ কর্মকর্তাদের সংশোধনের সুযোগ দিয়ে সেতুমন্ত্রী বলেন, অনিয়ম-দুর্নীতি কোনোভাবেই সহ্য করা হবে না। বিআরটিএ কর্মকর্তারা যদি বাইরের দালালদের প্রশ্রয় দেন তাহলে অনিয়ম দুর্নীতি চলতেই থাকবে। যারা আগে ছিলেন, ব্যাড প্র্যাকটিস করেছেন আমি তাদেরকে শুধরে নেয়ার অনুরোধ করব। অনিয়ম-দুর্নীতি যেকোনো মূল্যে বন্ধ করতে হবে।

NEWS24▐ Kamrul