ঐক্যফ্রন্ট নেতাদের গণভবনে আমন্ত্রণ!

আগামী ২ ফেব্রুয়ারি প্রধানমন্ত্রী শেখ হাসিনা গণভবনে ড. কামাল হোসেন নেতৃত্বাধীন ঐক্যফ্রন্টের শীর্ষ নেতাদের আমন্ত্রণ জানিয়েছেন। প্রধানমন্ত্রীর প্রেস উইং সূত্র এ তথ্য নিশ্চিত করেছে।

ঐক্যফ্রন্ট নেতাদের উদ্দেশে পাঠানো চিঠিতে জানানো হয়, প্রধানমন্ত্রীর সঙ্গে শুভেচ্ছা বিনিময় ও চা চক্রে অংশগ্রহণের জন্য ওইদিন বিকেল সাড়ে ৩টায় শীর্ষ নেতাদের এই আমন্ত্রণ জানানো হয়।

এবিষয়ে ঐক্যফ্রন্ট নেতা সুব্রত চৌধুরী বলেন, প্রধানমন্ত্রীর পক্ষ থেকে আমন্ত্রণ পত্র এসেছে। তবে আমরা যাচ্ছি না।

শুভেচ্ছা বিনিময়ের জন্য ওই চিঠি পাঠানো হয়েছে বলে শুনেছি। আমরা একাদশ সংসদ নির্বাচনের পর এ নিয়ে সংলাপের প্রস্তাব দিয়েছিলাম। ওই প্রহসনের নির্বাচনের বিষয়ে আমরা সংলাপের প্রস্তাব দিয়েছিলাম। কিন্তু এখন শুভেচ্ছা বিনিময়ের জন্য ডাকা হয়েছে।

এদিকে চিকিৎসার জন্য বর্তমানে ঐক্যফ্রন্টের শীর্ষ নেতা ড. কামাল হোসেন সিঙ্গাপুরে আছেন। রোববার তার দেশে ফেরার কথা আছে।

ঐক্যফ্রন্টের সবচেয়ে বড় শরিক দল বিএনপি। এ ছাড়া অন্য দলগুলো হলো গণফোরাম, কৃষক শ্রমিক জনতা লীগ, জেএসডি, নাগরিক ঐক্য।

NEWS24▐ Kamrul