বইমেলার দ্বার খুলবে বিকেলে

ভাষার মাস ফেব্রুয়ারি। ঢাকার রাজপথে বুকের তাজা রক্ত ঢেলে দেন রফিক, বরকত, সালাম, জব্বার, শফিউররা। তাদের আত্মদানের বিনিময়ে আমরা ফিরে পাই বাঙলা ভাষাকে। তার সঙ্গেই সঙ্গতি রেখে প্রতিবারের মতো শুরু হচ্ছে বাঙালির প্রাণের মেলা অমর একুশে গ্রন্থমেলা।

শুক্রবার বিকেল তিনটায় বাংলা একাডেমি প্রাঙ্গণে অমর একুশে গ্রন্থমেলা-২০১৯ উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তারপরেই সব বইপ্রেমীদের জন্য আনুষ্ঠানিকভাবে খোলা হবে গ্রন্থমেলার দ্বার।

বাংলা একাডেমির দেওয়া গ্রন্থমেলার সময়সূচি অনুযায়ী শুক্র ও শনিবার সকাল ১১টা থেকে রাত নয়টা, সপ্তাহের অন্যান্য দিন বিকেল তিনটা থেকে রাত নয়টা এবং একুশে ফেব্রুয়ারি সকাল আটটা থেকে রাত সাড়ে আটটা পর্যন্ত মেলা চলবে।

(নিউজ টোয়েন্টিফোর/তৌহিদ)