বুড়িগঙ্গার তীরে চলছে উচ্ছেদ অভিযান 

রাজধানীর কামরাঙ্গীরচরে বুড়িগঙ্গার তীর দখল করে গড়ে ওঠা অবৈধ স্থাপনা উচ্ছেদে তৃতীয় দিনের মত অভিযান শুরু করেছে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ-পরিবহন কর্তৃপক্ষ (বিআইডব্লিওটিএ)।

চারদিন বিরতির পর মঙ্গলবার সকাল ১০টার দিকে কামরাঙ্গীরচরের লোহারপুল ব্যাটারিঘাট এলাকা থেকে এই উচ্ছেদ অভিযান শুরু হয়।

বিআইডব্লিউটিএ-এর যুগ্মপরিচালক একেএম আরিফ উদ্দিন বলেন, অভিযানের শুরুতে অবৈধভাবে গড়ে ওঠা ৩০টি টিনের ঘর ভেঙে ফেলা হয়। বিকেল ৩টা পর্যন্ত এ অভিযান চলবে।

আগের দুই দফায় ছয়দিন অভিযান চালিয়ে বুড়িগঙ্গা তীর সংলগ্ন ১২০০ অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হয়। এর মধ্যে ১০৭টি পাকা ভবন, ১২১টি আধাপাকা স্থাপনা, ৮০টি স মিল, ৮টি কারখানা এবং ৮৮৩টি টিনের ঘর ও টংঘর ছিল।

বিআইডব্লিউটিএ-এর জনসংযোগ কর্মকর্তা মো. মোবারক হোসেন বলেন, ঢাকা নদী বন্দরের আওতাধীন এলাকায় ১৯ ফেব্রুয়ারি পর্যন্ত এ উচ্ছেদ অভিযান চলবে।

(নিউজ টোয়েন্টিফোর/কামরুল)