বেনাপোলে দুইজন হুন্ডি পাচারকারী আটক

যশোরের বেনাপোল পোর্ট থানার বড় আচড়া নামক স্থানে অভিযান চালিয়ে সাড়ে ৬ লাখ হুন্ডির টাকাসহ দুইজন পাচারকারীকে আটক করেছে বিজিবি সদস্যরা।  

আটকৃতরা হলেন নওগাঁ জেলার বদলগাছি থানার প্রধান কু- গ্রামের শওকাত আলীর ছেলে মুশফিকুর রহমান (৩২) ও দিনাজপুর জেলার খানসামা থানার কৌপা গ্রামের মৃত কুতুব উদ্দিনের ছেলে আব্দুল্লাহ (৪৮)।

বেনাপোল বিজিবি ক্যাম্পের কমান্ডার সুবেদার মিজানুর রহমান জানায়, গোপন সংবাদে জানতে পারি দুইজন হুন্ডি পাচারকারী বেনাপোল চেকপোষ্ট থেকে বিপুল পরিমাণ হুন্ডির টাকা নিয়ে বেনাপোল বাজারের দিকে যাবে।

এ ধরনের সংবাদের ভিত্তিতে বেনাপোল বিজিবি ক্যাম্পের একটি টহল দল চেকপোষ্টের বড় আচড়া নামক স্থানে অভিযান চালিয়ে হুন্ডির সাড়ে ৬ লাখ টাকাসহ মুশফিকুর ও আব্দুল্লাহকে হাতেনাতে আটক করে। আটককৃতদের টাকাসহ বেনাপোল পোর্ট থানায় সোপর্দ করা হয়েছে।

(নিউজ টোয়েন্টিফোর/কামরুল)