ভারত-পাকিস্তানকে সংযম ও সংলাপের আহ্বান চীনের

কাশ্মীর সীমান্তে দুটি ভারতীয় যুদ্ধ বিমান ভূপাতিত করার দাবি করে পাকিস্তান। এর পর দুই পক্ষকেই সংযম ও সংলাপের পথ বেছে নেওয়ার আহ্বান জানিয়েছে প্রতিবেশী চীন।

দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র লু কাং বলেন, আমাদের প্রত্যাশা, ভারত-পাকিস্তান দুই দেশই সংযমের পথ বেছে নিতে পারবে এবং এমন পথ বেছে নেবে যাতে তা সংলাপের সহায়ক হয়।

তিনি বলেন, দক্ষিণ এশিয়ায় স্থায়ী শান্তি ও স্থিতিশীলতা আনতে তারা সক্রিয় পদক্ষেপ নেবে।

এর আগে ভারতীয় বিমান বাহিনী কাশ্মীর সীমান্তের নিয়ন্ত্রণ রেখা লঙ্ঘন করে বোমা ফেলে যাওয়ার একদিন পর সীমান্তে পাল্টা হামলার দাবি করেছে পাকিস্তান। সীমান্তের ছয়টি লক্ষ্যবস্তুতে হামলা চালানো হয়েছে বলে দেশটি জানায়।

তবে নিজেদের আত্মরক্ষার দাবিতে তারা এই হামলা চালিয়েছে বলে জানিয়েছেন পাকিস্তানের আন্তঃবাহিনী জনসংযোগ অধিদপ্তরের মহাপরিচালক মেজর জেনারেল আসিফ গফুর।

তিনি বলেন, আমরা দেশের কাছে দায়বদ্ধ এবং শান্তি চাই। আমরা কোনো বিজয় দাবি করতে চাই না।

বুধবার রাওয়ালপিন্ডিতে এক সংবাদ সম্মেলনে তিনি বলেন, দুইজন ভারতীয় পাইলটকে আটক করা হয়েছে।

(নিউজ টোয়েন্টিফোর/কামরুল)