‘দুজন শপথ নিলেও ঐক্যফ্রন্টের অসুবিধা হবে না’

গণফোরামের দুজন শপথ নিলে তাতে ঐক্যফ্রন্টের কোনো অসুবিধা হবে না বলে মনে করছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন।

বলেছেন, আমরা বৃহৎ লক্ষ্য নিয়ে ঐক্যফ্রন্ট করেছি। ঐক্যফ্রন্টের সিদ্ধান্ত ছিল ভোট ডাকাতির নির্বাচনে যারা নির্বাচিত হয়েছেন তারা শপথ নেবেন না। গণফোরামের দুজন নিলে নিক।

দুপুরে রাজধানীর চন্দ্রিমা উদ্যানে সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের কবরে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদনের পরে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এ কথা বলেন মোশাররফ।

‘আমরা বড় একটা টার্গেট নিয়ে ঐক্যফ্রন্ট করেছি। বিএনপি এই ঐক্যফ্রন্টের প্রধান ও বৃহৎ দল। অতএব আমি বিশ্বাস করি, গণফোরামের কেউ যদি সংসদে যায়ও তারপরও যেহেতু ঐক্যফ্রন্টের বৃহৎ একটা লক্ষ্য আছে, সেজন্য ঐক্যফ্রন্টের কোনো অসুবিধা হবে না’, বলেন মোশাররফ হোসেন।

(নিউজ টোয়েন্টিফোর/তৌহিদ)