চাঁপাইনবাবগঞ্জে আট কোটি টাকার মাদকদ্রব্য ধ্বংস

বর্ডার গার্ড বাংলাদেশ-বিজিবি চাঁপাইনবাবগঞ্জে প্রায় ৮ কোটি টাকা মূল্যের আটককৃত বিপুল পরিমাণ বিভিন্ন ধরনের মাদকদ্রব্য পুড়িয়ে ও রোলারের মাধ্যমে পিষ্ট করে ধ্বংস করেছে।  

মাদক চোরাচালান ও মাদক সেবন প্রতিরোধে জনসচেতনতা সৃষ্টির লক্ষে মঙ্গলবার সকাল সাড়ে ১০টায় মহানন্দা নদীর ওপারে বারঘোরিয়ায় বীরশ্রেষ্ঠ ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর সেতুর পাশ্ববর্তী মাঠে জনসম্মুখে এসব মাদকদ্রব্য ধ্বংস করা হয়।

চাঁপাইনবাবগঞ্জস্থ বিজিবির ৫৩ ও ৫৯ ব্যাটালিয়নের আয়োজনে মাদকদ্রব্য  ধংস কার্যক্রমের উদ্বোধন করেন বিজিবির রাজশাহী সেক্টর কমান্ডার কর্ণেল মুশফিকুর রহমান মাসুম।  

এই সময় আয়োজিত সমাবেশে বক্তব্য রাখেন, বিজিবির রাজশাহী সেক্টর কমান্ডার কর্ণেল মুশফিকুর রহমান মাসুম, জেলা প্রশাসক এ জেড এম নূরুল হক, ৫৯ বিজিবির অধিনায়ক লেঃ কর্ণেল এস.এম সালাহ্ উদ্দিন, ৫৩ ব্যাটালিয়নের অধিনায়ক লেঃ কর্ণেল সাজ্জাদ সারোয়ার ও পুলিশ সুপার টিএম মোজাহিদুল ইসলাম।

(নিউজ টোয়েন্টিফোর/কামরুল)