গাজীপুরে বসুন্ধরা সিমেন্টের রাজমিস্ত্রি কর্মশালা

গাজীপুরে শৈল্পিক নির্মাণ, রাজমিস্ত্রির অবদান শীর্ষক বসুন্ধরা সিমেন্টের রাজমিস্ত্রি কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। আজ মঙ্গলবার দুপুরে গাজীপুর সিটি করপোরেশনের ভূরুলিয়া এলাকায় একটি বেসরকারি কমিউনিটি সেন্টারে এ কর্মশালা অনুষ্ঠিত হয়।

কর্মশালায় স্থাপনা নির্মাণ কৌশল এবং নির্মাণ সংক্রান্ত বিভিন্ন পরামর্শ উপস্থাপন করেন গাজীপুরস্থ ঢুয়েটের সিভিল ইঞ্জিনিয়ারিং বিভাগের প্রফেসর ড. মোহাম্মদ আব্দুল কাদের ও ইঞ্জিনিয়ার অ্যাসোসিয়েটের পরিচালক মো. গাফ্ফার হোসেন খান। বসুন্ধরা সিমেন্টের পক্ষে বাড়ি নির্মাণ সংক্রান্ত বিভিন্ন বিষয় উপস্থাপন করেন ইঞ্জিনিয়ার আব্দুল্লাহ আল মামুন ও মারুফ বিল্লাহ।

কর্মশালায় বক্তারা বলেন- ধারাবাহিক গুনগত মানের জন্য বর্তমানে দেশের সবচেয়ে আইকনিক প্রকল্প পদ্মা সেতু নির্মান প্রকল্প, পদ্মা সেতু নদী শাসন প্রকল্প, পদ্মা সেতুর অ্যাপ্রোচ রোড, মেট্রোরেল প্রকল্প, ফাস্ট ঢাকা এলিভেটেট এক্সপ্রেসওয়ে প্রকল্প, রূপপুর পারমানবিক বিদ্যুৎ প্রকল্প, মাতারবাড়ি বিদ্যুৎ প্রকল্প, পদ্মা সেতুর রেল সংযোগ প্রকল্প, পায়রা সেতু প্রকল্প, কালনা সেতু প্রকল্প, সাসেক রোড প্রকল্প, ভুলতা ফ্লাইওভার প্রকল্প, কালশী ফ্লাইওভার প্রকল্প, রূপসা রেলসেতু প্রকল্প, রামপাল বিদ্যুৎ প্রকল্পের মতো বড় স্থাপনা গুলোতে ব্যবহৃত হচ্ছে বসুন্ধরা সিমেন্ট।   অনুষ্ঠানে উপস্থিত ছিলেন- বসুন্ধরা সিমেন্টের এজিএম (ঢাকা উইং) পলাশ আকতার, বসুন্ধরা সিমেন্টের ময়মনসিংহ ডিভিশনের ডিএসআই আতিকুর রহমান, বসুন্ধরা সিমেন্টের গাজীপুর এরিয়ার এএসএম মো. জাহাঙ্গীর হোসাইন এবং অন্যান্য কর্মকর্তা বৃন্দ।    অনুষ্ঠানে অংশগ্রহণকারী রাজমিস্ত্রিরা বসুন্ধরা সিমেন্ট ব্যবহার করে তাদের বাস্তব কাজের অভিজ্ঞতা ও তাদের নির্ভরতার কথা উল্লেখ্য করেন। এ অনুষ্ঠানে প্রায় স্থানীয় ৬০ জন রাজমিস্ত্রি অংশগ্রহণ করেন।  

(নিউজ টোয়েন্টিফোর/কামরুল)