কাশ্মীর সীমান্তে গোলাগুলি, ভারতীয় সেনা নিহত

জম্মু-কাশ্মীর সীমান্তে পাকিস্তান সীমান্তরক্ষী বাহিনী পাক রেঞ্জার্সের গুলিতে ভারতীয় এক সেনাসদস্য নিহত হয়েছে। শনিবার কাশ্মীরের পুঞ্চ সীমান্তে রাতভর পাল্টাপাল্টি গোলাবর্ষণের ঘটনা ঘটে। রোববার সকাল পর্যন্ত গোলাগুলি অব্যাহত ছিল।

নিহত ভারতীয় সেনাসদস্য হারি ওয়াকার ভারতের রাজস্থানের বাসিন্দা।

ভারতীয় গণমাধ্যম এনডিটিভির খবরে তার মৃত্যুর কথা জানানো হয়।

জানা যায়, গোলাগুলিতে ওই সেনাসদস্য গুরুতর আহত হয়েছিলেন। পরে সকালের দিকে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।

খবরে বলা হয়, বৃহস্পতিবার ভারতের সুন্দরবানি সেক্টরের কাছে পাক রেঞ্জার্সের ব্যাপক গোলাবর্ষণের ঘটনা ঘটে। এতে ভারতীয় সেনাবাহিনীর সদস্য যশ পল (২৪) নিহত হয়। প্রথমে তিনি গুরুত্বর আহত হন; পরে রোববার দেশটির সামরিক হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি।  

চলতি মাসের প্রথম তিন সপ্তাহে পাক-ভারত সীমান্তে অস্ত্রবিরতি লঙ্ঘন ১০০ গুণ বৃদ্ধি পেয়েছে বলে জানায় এনডিটিভি।

(নিউজ টোয়েন্টিফোর/তৌহিদ)