যশোরে ৭ উপজেলায় ভোটগ্রহণ চলছে

পঞ্চম উপজেলা নির্বাচনের চতুর্থ ধাপে যশোর জেলায় আট উপজেলার মধ্যে সাত উপজেলায় ভোটগ্রহণ চলছে। বিনা প্রতিদ্বন্দ্বিতায় সকল প্রার্থী বিজয়ী হওয়ায় শার্শা উপজেলায় নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে না।  

যশোরের এ নির্বাচনে মোট ভোট কেন্দ্র ৬শ' ৯১টি। এরমধ্যে ৩শ’ ৭৭টি কেন্দ্র অতিগুরুত্বপূর্ণ (ঝুঁকিপূর্ণ)। কেন্দ্রে সুষ্ঠুভাবে নির্বাচন পরিচালনায় চার স্তরে আইন-শৃঙ্খলাবাহিনীর ১০ হাজার ৪শ’ ২৮ সদস্যে উপস্থিতিতে ১৬ হাজার একশ’ ১১ জন ভোটগ্রহণ কর্মকর্তা দায়িত্ব পালন করছেন।  

নির্বাচনে মোট ৮৪ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। এরমধ্যে চেয়ারম্যান ২০, ভাইস চেয়ারম্যান ৩৮ এবং মহিলা ভাইস চেয়ারম্যান (সংরক্ষিত) ২৬ জন।  

যশোরের ৭ উপজেলায় নির্বাচনে ১৮ লাখ ১৫ হাজার দুইশ’ ১১ জন ভোটারের রয়েছে। যার মধ্যে নয় লাখ ছয় হাজার পাঁচশ’ ৭৯জন পুরুষ ও নয় লাখ আট হাজার ছয়শ’ ৩২জন মহিলা।

(নিউজ টোয়েন্টিফোর/কামরুল)