পঞ্চগড়ে অটোরিকশার ধাক্কায় শিশুর মৃত্যু

পঞ্চগড়ের ব্যাটারি চালিত অটোরিকশা চাপায় পূর্ণিমা নামের দুই বছরের এক শিশুর মৃত্যু হয়েছে। এ ঘটনায় শোকাহত পরিবারটির সদস্যদের উপর উল্টো হামলা চালানো হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে।

আজ বুধবার দুপুরে পঞ্চগড়ের হাড়িভাসা আমবাড়ি এলাকায় এই দুর্ঘটনাটি ঘটে। পূর্ণিমা ওই এলাকার সোহেল রানার মেয়ে।

জানা যায়, দুপুরে মায়ের সাথে নিজেদের বাড়ির সামনে রাস্তার পাশে দাড়িয়ে ছিল পূর্ণিমা। এ সময় পাশের বাড়িতে মেহমান নিয়ে আসা ডাবরভাঙ্গা এলাকার একটি অটোরিকশা নিয়ন্ত্রণ হারিয়ে তাকে চাপা দেয়। এতে গুরুত্বর আহত হয় পূর্ণিমা। দ্রুত তাকে উদ্ধার করে পঞ্চগড় আধুনিক সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে।

নিহত পূর্ণিমার মা নাসিমা বেগম জানান, ঘটনার পর পরেই আমাদের পরিবারের লোকজন অটোরিকশাটিকে আটকাতে গেলে পাশের বাড়ির তারক রায় ও দিপাল রায় অটো চালক তাদের বাড়ির মেহমান বলে দাবি করে। এবং পরে অটোচালককে পালিয়ে যেতে বলে। এ সময় অটোচালক অটোটি রেখে পালিয়ে যায়।

পঞ্চগড় আধুনিক সদর হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক সেলিম উদ্দীন জানান, হাসপাতালে নিয়ে আশার আগেই শিশুটির মৃত্যু হয়েছে।

(নিউজ টোয়েন্টিফোর/কামরুল)